সিরিজের মাঝপথে বাড়তি স্পিনার দলে ভেড়াল বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের একটি এরই মধ্যে শেষ। প্রথম ওই ম্যাচে ২০৭ রানে অলআউট হয়েও ৭৪ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচে বড় টার্ন পেয়েছেন স্পিনাররা। এবার মাঝপথে আরও একজন স্পিনারকে দলে ভেড়াল টিম ম্যানেজমেন্ট।
বাড়তি স্পিনার হিসেবে বাঁহাতি নাসুমকে দলে সংযুক্ত করা হয়েছে। আগেই ঘোষণা করা হয়েছিল ১৬ জনের স্কোয়াড। একজন বাড়ায় সেটি গিয়ে এখন দাঁড়াল ১৭ জনে।
নাসুমকে যুক্ত করায় বাংলাদেশ স্কোয়াডে এখন বিশেষজ্ঞ স্পিনারই ৪ জন। নাসুম ছাড়াও আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ও অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। এছাড়া স্পিন বোলিং করতে পারেন সাইফ হাসান আর শামীম হোসেন পাটোয়ারিও।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেললেও ওয়ানডে সিরিজে ছিলেন না নাসুম। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ওভারপ্রতি রানও দিয়েছেন ছয়ের কম করে। নাসুম সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে। নাসুম ১৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তার উইকেট ১৬টি।
বাংলাদেশের ওয়ানডে দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।