আফগান ক্রিকেটারদের মৃত্যু নিয়ে আইসিসির বিবৃতিতে ক্ষুব্ধ পাকিস্তান
আফগানিস্তানে তিন ক্রিকেটারের মৃত্যুকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিবৃতিকে ‘বাছাই করা’ ও ‘পক্ষপাতদুষ্ট’ বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা তারার।
শনিবার আইসিসি ও ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই (বিসিসিআই) পাকতিকা প্রদেশে বিমান হামলায় নিহত আফগান ক্রিকেটারদের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দেয়। তবে তারা কোনো বিবৃতিতেই পাকিস্তানের নাম উল্লেখ করেনি। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এই ঘটনার পরই পাকিস্তানে আগামী মাসে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে দল প্রত্যাহারের ঘোষণা দেয়।
এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, আফগানিস্তানের স্থলাভিষিক্ত হয়ে সিরিজে অংশ নেবে জিম্বাবুয়ে, যেখানে অংশ নিচ্ছে শ্রীলংকাও।
রোববার এক বিবৃতিতে আতা তারার বলেন, ‘আমরা আইসিসির এই বিবৃতি প্রত্যাখ্যান করছি ও নিন্দা জানাচ্ছি, কারণ এতে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যেন তিন আফগান ক্রিকেটার পাকিস্তানের হামলায় নিহত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আইসিসি আফগান বোর্ডের দাবিটি স্বাধীনভাবে যাচাই না করেই পাকিস্তানের ওপর হামলার অভিযোগকে ভিত্তি করে বিবৃতি দিয়েছে।’
মন্ত্রী বলেন, ‘পাকিস্তান নিজেই বহু বছর ধরে সন্ত্রাসবাদের শিকার, তাই আইসিসির উচিত তাদের ভুল বিবৃতি সংশোধন করা।’
তিনি আরও উল্লেখ করেন, ‘অদ্ভুত ব্যাপার হলো, আইসিসির বিবৃতির কয়েক ঘণ্টা পরই সংস্থার চেয়ারম্যান জয় শাহ নিজের সামাজিক মাধ্যমে একই ভাষায় মন্তব্য করেন এবং এরপর আফগান বোর্ডও একই রকম বক্তব্য দেয়।’
তারার বলেন, ‘আফগান বোর্ড কোনো প্রমাণ ছাড়াই এসব দাবি করছে।’
শনিবার আফগানিস্তানের তারকা ক্রিকেটাররা—রশিদ খান ও গুলবাদিন নাইবসহ—সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে ওই বিমান হামলা ও নিহত ক্রিকেটারদের বিষয়ে কঠোর ভাষায় নিন্দা জানান।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সাম্প্রতিক কিছু ঘটনা, যেমন এশিয়া কাপে হাত না মেলানো, আইসিসির পাকিস্তানবিরোধী মনোভাবের ইঙ্গিত দেয়।’
তিনি বলেন, ‘এতে আইসিসির নিরপেক্ষতা ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে। একটি আন্তর্জাতিক ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থার উচিত নয় যাচাইবিহীন বিতর্কিত দাবি প্রচার করা। আইসিসির উচিত স্বাধীন থাকা এবং অন্যের প্ররোচনায় বিভ্রান্তিকর বিবৃতি না দেওয়া।’