আফগানিস্তান নাম প্রত্যাহার করায় ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫, ১২:২৭
শেয়ার :
আফগানিস্তান নাম প্রত্যাহার করায় ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে

পাকিস্তানে আগামী মাসে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের পরিবর্তে খেলবে জিম্বাবুয়ে। আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত লাহোর ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিতব্য এই সিরিজে অংশ নেবে পাকিস্তান, শ্রীলংকা ও জিম্বাবুয়ে।

গতকাল শনিবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহারের ঘোষণা দেয়। সংস্থাটি জানায়, দেশটির উরগুন জেলায় এক তথাকথিত সীমান্তপারের হামলায় তিন স্থানীয় ক্রিকেটারের মৃত্যু হয়েছে।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে এসিবি দাবি করে, এই হামলায় কয়েকজন প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে ছিলেন তিন ক্রিকেটার, যারা পাকতিকা প্রদেশের রাজধানী শরানায় একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন।

বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘এই ঘটনাটি আফগানিস্তানের ক্রীড়া সম্প্রদায়, ক্রীড়াবিদ এবং ক্রিকেট পরিবারের জন্য গভীর ক্ষতি।’

এসিবি ঘটনাটিকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে বলে, ‘ভুক্তভোগীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে’ তারা আসন্ন ত্রিদেশীয় সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিহত ক্রিকেটারদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আইসিসি ও বিসিসিআইও।

আফগানিস্তানের বিবৃতির পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও, তারা ক্রিকইনফোকে জানিয়েছে যে সিরিজটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে, আফগানিস্তানের পরিবর্তে অংশ নেবে অন্য একটি দল।

পরবর্তীতে এক বিবৃতিতে পিসিবি জানায়, আফগানিস্তানের ‘অংশ নিতে না পারার বিষয়টি’ তাদের আগে থেকেই জানানো হয়েছিল এবং এখন সেই জায়গায় জিম্বাবুয়ে অংশ নেবে।

সিরিজের উদ্বোধনী ম্যাচে রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। দুই দিন পর একই ভেন্যুতে জিম্বাবুয়ে খেলবে শ্রীলংকার বিপক্ষে। বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।