রোনালদোর দুর্দান্ত গোল ও ফেলিক্সের হ্যাটট্রিকে জয়ের ধারায় নাসর
আল ফাতাহর বিপক্ষে আল নাসরের ৫-১ গোলের দাপুটে জয়ে জ্বলে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার রাতে আল-আওয়াল পার্কে দুর্দান্ত ফর্মে থাকা পর্তুগিজ তারকা আবারও স্কোরশিটে নাম তুললেন, আর সৌদি প্রো লিগে দলের জয়ের ধারা টানা পাঁচ ম্যাচে পৌঁছাল । এই জয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে আল নাসর।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো যেন থামতেই জানেন না। ম্যাচের ৬০তম মিনিটে বাঁ দিকের প্রান্ত থেকে বক্সের বাইরে থেকে নেওয়া এক দুর্দান্ত শটে বল পাঠান জালের ওপর কোণায়—যা ছিল সত্যিকারের চোখ ধাঁধানো গোল। সতীর্থ জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিক সত্ত্বেও রোনালদোর এই গোল আলো কাড়ে সবার।
এর এক মিনিট আগেই অবশ্য পেনাল্টি মিস করেন রোনালদো, যা দেখে হতবাক হয়ে যায় ঘরের মাঠের দর্শকরা। তবে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি—পরের মুহূর্তেই সাদিও মানের পাস থেকে বল পেয়ে কয়েকটি দারুণ স্টেপওভারে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে রোনালদো মারেন বুলেট গতির শট, যা জড়িয়ে যায় জালের ডানদিকের উঁচু কোণে। গোলরক্ষক শুধু তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেননি।
এটি ছিল রোনালদোর ক্যারিয়ারের ৯৪৯তম গোল। তার বহুদিনের স্বপ্নের ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলকের আরেক ধাপ কাছাকাছি পৌঁছানোর বার্তা। ক্লাব ফুটবলে এটি ছিল তার ৮০০তম গোল, যা আরও এক মহাসাফল্য যোগ করল তার রেকর্ডবহুল জীবনে।
এই জয়ে টানা পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল আল নাসর। অপরাজিত থেকে শক্তিশালী অবস্থান আরও মজবুত করল সৌদি প্রো লিগের তালিকায়। অন্যদিকে, মাত্র এক পয়েন্ট নিয়ে তলানিতে (১৬তম স্থানে) রয়ে গেল আল ফাতাহ।