মেসির অনবদ্য হ্যাটট্রিকে বড় জয়ে মৌসুমে শেষ মায়ামির
লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে ন্যাশভিলকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) এটি মেসির দ্বিতীয় ক্যারিয়ার হ্যাটট্রিক।
এ মৌসুমে ২৯ গোল নিয়ে এমএলএসের সর্বোচ্চ গোলদাতাও মেসি। তার আগের হ্যাটট্রিকটি এসেছিল গত বছরের ১৯ অক্টোবর, নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে ইন্টার মায়ামির ৬-২ জয়ের ম্যাচে।
শনিবার রাতে ৩৫তম মিনিটে বক্সের বাইরে থেকে শটে মৌসুমের ২৭তম গোল করে মায়ামিকে এগিয়ে নেন মেসি। তবে ৪৩তম মিনিটে স্যাম স্যুরিজের হেডে সমতা ফেরায় ন্যাশভিল।
প্রথমার্ধে ইন্টার মায়ামির চেয়ে (৪টি) বেশি ১১টি শট নেয় ন্যাশভিল। সেই আক্রমণাত্মক মনোভাবের ফল মেলে প্রথমার্ধের ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে—হানি মুকতারের রিবাউন্ডে জেকব শ্যাফেলবার্গ গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
৬২তম মিনিটে অ্যান্ডি নাজারের হ্যান্ডবলের কারণে মায়ামি পায় পেনাল্টি, যা থেকে গোল করে নিজের দ্বিতীয় এবং দলের সমতাসূচক গোলটি করেন মেসি। মাত্র চার মিনিট পরই বালতাসার রদ্রিগেসের শটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।
৮১তম মিনিটে বক্সের মাঝখান থেকে বাঁ-পায়ের নিখুঁত শটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। স্কোরলাইন দাঁড়ায় ৪-২। এরপর ইনজুরি টাইমের শুরুতেই টেলাসকো সেগোভিয়া যোগ করেন পঞ্চম গোল, জয় নিশ্চিত হয় ইন্টার মায়ামির।
এই হ্যাটট্রিকের সুবাদে গোল্ডেন বুট এবং মৌসুমের সেরা খেলোয়াড়ের দৌড়ে আরও এগিয়ে গেলেন মেসি। লিগে দ্বিতীয় স্থানে থাকা স্যুরিজ ও লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গার চেয়ে এখন তিনি পাঁচ গোল এগিয়ে।
১৯ জয়, ৭ ড্র ও ৮ পরাজয়ে মৌসুম শেষ করেছে ইন্টার মায়ামি। ইস্ট কনফারেন্সে তারা তৃতীয় বাছাই হিসেবে প্লে-অফে উঠেছে। ষষ্ঠ স্থানে থাকা ন্যাশভিল (১৬ জয়, ১২ হার, ৬ ড্র) প্রথম রাউন্ডেই আবার মুখোমুখি হবে মায়ামির সঙ্গে।