কেইনের ৪০০ গোলের মাইলফলকে বায়ার্নের জয়
নিজের ক্লাব ক্যারিয়ারের ৪০০তম গোলের মাইলফলক পূর্ণ করলেন হ্যারি কেইন। এই ইংলিশ ফরোয়ার্ডের ইতিহাস গড়ার ম্যাচে বুন্দেসলিগা শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ ‘ডের ক্লাসিকোয়’ বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে।
কেইন এ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে মাত্র ১৪ ম্যাচে ২২তম গোল। ম্যাচের ২২তম মিনিটে হেড থেকে গোল করেন তিনি। যদিও জুলিয়ান ব্রান্ট শেষ মুহূর্তে ব্যবধান কমান, তবে মাইকেল অলিসের ৭৮তম মিনিটের গোলই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে দেয় বায়ার্নকে।
এবারের লিগে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে সবগুলো জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে ডর্টমুন্ড।