ত্রোসারের একমাত্র গোলে ফুলহ্যামকে হারিয়ে শীর্ষে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫, ০৮:০২
শেয়ার :
ত্রোসারের একমাত্র গোলে ফুলহ্যামকে হারিয়ে শীর্ষে আর্সেনাল

লিয়ান্দ্রো ত্রোসারের দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে ফুলহ্যামকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে ফিরল আর্সেনাল। শনিবার ক্রেভেন কটেজে দুর্দান্ত লড়াইয়ে জয় পায় মিকেল আর্তেতার দল।

ম্যাচের ঘণ্টা পূর্ণ হওয়ার ঠিক আগে কর্নার থেকে গ্যাব্রিয়েলের হেড ছোঁয়া বলে ভিড় জমা ডি-বক্সে (হাঁটু) দিয়ে বল ঠেলে জালের দেখা পান বেলজিয়ান ফরোয়ার্ড ত্রোসার।

এর আগে ম্যানচেস্টার সিটি এভারটনকে হারিয়ে সাময়িকভাবে শীর্ষে উঠেছিল, তবে আর্সেনাল দৃঢ় মানসিকতা ও পরিশ্রমী পারফরম্যান্সে আবারও সেরা অবস্থান ফিরে পায়।

প্রথমার্ধে রিকার্দো কালাফিওরির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয় এবং দ্বিতীয়ার্ধে পাওয়া একটি পেনাল্টিও ভিএআরের সিদ্ধান্তে ফিরিয়ে নেওয়া হয়। তবুও ফুলহ্যামের বিপক্ষে সংগ্রামী ম্যাচে মৌসুমের পঞ্চম ক্লিন শিট নিশ্চিত করে আর্সেনাল।

আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। তিন পয়েন্ট পেছনে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন লিভারপুল রয়েছে চার পয়েন্ট পিছিয়ে। যারা রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে।