হলান্ড ম্যাজিকে লিগ টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটি
কিছুদিন আগেই গড়েছেন জাতীয় দলের জার্সিতে দ্রুততম ৫০ গোলের রেকর্ড। সেই ফর্ম ক্লাব ফুটবলেও নিয়ে এলেন আর্লিং হলান্ড। জোড়া গোল করে ম্যানচেস্টার সিটিকে জিতিয়েছেন এই নরওয়েজিয়ান ফুটবলার।
আজ শনিবার হলান্ডের জোড়া গোলে এভারটনকে ২-০ গোলে হারায় সিটি। ইত্তিহাদ স্টেডিয়ামে পাওয়া এই জয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল পেপ গার্দিওলার দল। আট ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। গোল ব্যবধানে দুইয়ে নেমে যাওয়া আর্সেনালের পয়েন্টও সমান ১৬। যদিও এক ম্যাচ কম খেলেছে তারা।
প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। খুব একটা ভালো খেলতে পারেননি হলান্ডও। নিজের ছায়া হয়েই ছিলেন। তবে তিনি জ্বলে ওঠেন দ্বিতীয়ার্ধে। পাঁচ মিনিটের মধ্যে দুই গোল দিয়ে দলকে নিয়ে আসেন জয়ের পথে।
৫৮তম মিনিটে ও’রাইলির ক্রস ডি-বক্সের বাইরে পেয়ে হেডে প্রথম গোল দেন হলান্ড। সিটির জার্সিতে লিগে এই নিয়ে টানা ছয় ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচে জালের দেখা পেলেন তিনি। কিছুক্ষণ পরই বাঁ পায়ের শটে আবারও বল জালে পাঠান হলান্ড।
ক্লাব ফুটবলে এবারের লিগে আট ম্যাচে তার গোল হলো ১১টি, সব মিলিয়ে ১০ ম্যাচে ১৪টি। ম্যাচের বাকি সময়ে এভারটনকে চাপে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।