আফগানিস্তান নাম প্রত্যাহার করলেও ত্রিদেশীয় সিরিজ হবে: পিসিবি

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫, ১৮:২৬
শেয়ার :
আফগানিস্তান নাম প্রত্যাহার করলেও ত্রিদেশীয় সিরিজ হবে: পিসিবি

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন ক্রিকেটার নিহত হয়েছেন—এই জেরে দেশটিতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে আফগানদের ছাড়াও এই ত্রিদেশীয় সিরিজ হবে বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

জিও নিউজকে পিসিবির এক মুখমাত্র জানিয়েছেন, ১৭ থেকে ২৯ নভেম্বর পাকিস্তানে অনুষ্ঠেয় এই ইভেন্টটি মূল সূচি অনুসারেই হবে। এখন তৃতীয় দলের খোঁজে আছে দেশটির বোর্ড। চূড়ান্ত সিদ্ধান্ত শীঘ্রই ঘোষণা করা হবে। 

পাকিস্তানি গণমাধ্যমগুলো সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আফগানিস্তানের সম্ভাব্য বিকল্প হিসাবে জিম্বাবুয়ে ক্রিকেটের সাথে যোগাযোগ করেছে পিসিবি। ত্রিদেশীয় সিরিজে মূলত পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের অংশগ্রহণের কথা ছিল।

এই সিরিজের প্রথম দুটি ম্যাচ ১৭ এবং ১৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে এবং ফাইনালসহ বাকি পাঁচটি ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা। মূলত, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই আয়োজন করার পরিকল্পনা নিয়েছিল পিসিবি। 

ত্রিদেশীয় সিরিজের সময়সূচি

১৭ নভেম্বর – প্রথম ম্যাচ – রাওয়ালপিন্ডি

১৯ নভেম্বর – দ্বিতীয় ম্যাচ – রাওয়ালপিন্ডি

২২ নভেম্বর – তৃতীয় ম্যাচ – লাহোর

২৩ নভেম্বর – চতুর্থ ম্যাচ – লাহোর

২৫ নভেম্বর – পঞ্চম ম্যাচ – লাহোর

২৭ নভেম্বর – ষষ্ঠ ম্যাচ – লাহোর

২৯ নভেম্বর - ফাইনাল - লাহোর