ইংল্যান্ড পারলেও নিউজিল্যান্ডকে ব্যাট করতে দিল না বৃষ্টি

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫, ১৬:৩৩
শেয়ার :
ইংল্যান্ড পারলেও নিউজিল্যান্ডকে ব্যাট করতে দিল না বৃষ্টি

মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি স্যাম কারেন। তবে ৩৫ বলে তার অপরাজিত ৩৯ রানেই ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের মতো ‘আনপ্রেডিক্টেবল’ মাঠে ১৫৩ রানের পুঁজি পায় ইংল্যান্ড। তবে ব্যাট করার কোনো সুযোগই পায়নি নিউজিল্যান্ড দল। 

ইংল্যান্ডের ব্যাটিংয়ের পরই ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। ফলে অনেকক্ষণ অপেক্ষা করার পর পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। সিরিজ নির্ধারণের জন্য এখন মাত্র ২টি ম্যাচ বাকি। আগামী সোমবার ক্রাইস্টচার্চে ও বৃহস্পতিবার অকল্যান্ডে বাকি ২ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। 

ক্রাইস্টচার্চে আজ টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ১২তম ওভারে ৮১ রানের মধ্যেই সফরকারীদের ৫ উইকেট তুলে নেয় কিউইরা। অভিজ্ঞ ওপেনার জস বাটলার ২৫ বলে ২৯ রান করে আউট হন। এরপর কারেনের ইনিংসেই মূলত লড়াইয়ের পুঁজি পায় ইংল্যান্ড। এর মধ্যে জ্যাকব ডাফির করার শেষ ওভারেই ১৯ রান তোলেন কারেন। 

ইংল্যান্ডের ইনিংসেও বৃষ্টির বাধা ছিল। ১৭তম ওভারের দ্বিতীয় বলের পর প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল খেলা। কিউইদের হয়ে ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ১ উইকেট নিয়ে কৃপণতা দেখিয়েছেন অধিনায়ক মিচেল স্যান্টনার।