এক শ করতে ৩০ ওভার লাগল বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫, ১৫:৪৮
শেয়ার :
এক শ করতে ৩০ ওভার লাগল বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। আরব আমিরাতে সেই সিরিজ শেষ করে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে একদিনের সিরিজ খেলছে টাইগাররা। তবে ব্যাটিংয়ের উন্নতি চোখে পড়ছে না চিরপরিচিত এই মাঠেও। সিরিজের প্রথম ওয়ানডেতে দলীয় এক শ রান তুলতেই ৩০ ওভার খরচ করেছে মেহেদী হাসান মিরাজের দল। 

মিরপুরে আজ টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই বিপর্যয়ে পড়ে টাইগাররা। প্রথম ১৩ বলের মধ্যেই আউট হন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার, দলের রান তখন মাত্র ৮। এরপরই নিজেদের গুটিয়ে নেন তিন ও চার নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। প্রথম ১০ ওভারে মাত্র ৩৩ রান তোলে বাংলাদেশ। দলীয় ফিফটি তুলতে খরচ করে ৯৭ বল!

যদিও সাবধানী ব্যাটিংয়েও উইকেট বাঁচাতে পারেননি শান্ত। ২৩তম ওভারের প্রথম বলে দলীয় ৭৯ রানে আউট হয়ে যান তিনি। তখন নামের পাশে ৬৩ বলে মাত্র ৩২ রান তার। হৃদয়ের সঙ্গে ৭১ রানের জুটি গড়তে খেলতে হয়েছে ১২০ বল। 

শান্তর বিদায়ের পর উইকেটে আসেন প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামা মাহিদুল ইসলাম অঙ্কন। হৃদয়ের সঙ্গে জুটি গড়ে উইকেটে আছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেট হারিয়ে ১০৬। হৃদয় ৪৭ রানে ও অঙ্কন ১৪ রানে অপরাজিত আছেন।