উইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ। যেখানে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন উইন্ডিজ অধিনায়ক শাই হোপ।
আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলবে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মাঠে নামবে তারা।
আজ বাংলাদেশের একাদশে বেশ কিছু পরিবর্তন এসেছে। ওয়ানডে দলে ফেরা সৌম্য সরকার এসেছেন একাদশে। অভিষেক হচ্ছে মাহিদুল ইসলামের। জায়গা হারিয়েছেন শামীম হোসেন। দলেই নেই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।
ফিরেছেন দুই অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খরুচে বোলিং করা নাহিদ রানা দলেই নেই, জায়গা হয়নি সেই ম্যাচে খেলা হাসান মাহমুদের।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্রান্ডন কিং, অলিক আথানেজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।