পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, রশিদ-নবিদের তীব্র প্রতিবাদ
পাকিস্তানের সীমান্তবর্তী হামলায় আফগানিস্তানের তিন ক্রিকেটার নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এ মর্মান্তিক ঘটনার পর আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে এসিবি। বোর্ডের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন আফগান টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান।
আফগান গণমাধ্যমের খবরে জানা গেছে, উর্গুন জেলায় পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন তিনজন স্থানীয় ক্রিকেটার, যারা পাক্তিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন।
সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় উত্তেজনা ও সংঘর্ষ বেড়েই চলেছে। তবে তরুণ ক্রিকেটারদের প্রাণহানি দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।
সামাজিক মাধ্যমে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন আফগানিস্তানের সবচেয়ে বড় ক্রিকেট তারকা রশিদ খান।
তিনি লিখেছেন, `আফগানিস্তানে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় বেসামরিক মানুষের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন নারী, শিশু এবং উঠতি ক্রিকেটাররা—যাদের স্বপ্ন ছিল একদিন আফগানিস্তানকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করা।‘
রশিদ আরও বলেন, `বেসামরিক স্থাপনায় হামলা সম্পূর্ণ অনৈতিক ও বর্বরোচিত কাজ। এমন অমানবিক কর্মকাণ্ড মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন, যা কোনোভাবেই উপেক্ষা করা যায় না।‘
পাকিস্তানের এই হামলার প্রতিবাদে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা আগামী মাসে পাকিস্তানে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে না। সিরিজটি পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলংকাকে নিয়ে ১৭ থেকে ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বোর্ডের এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে রশিদ খান বলেন,`নির্দোষ মানুষদের প্রাণহানির পর পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। এই কঠিন সময়ে দেশের মানুষের পাশে থাকা এবং জাতীয় মর্যাদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া আমাদের কর্তব্য।‘
এদিকে আফগান ক্রিকেটের আরেক তারকা মোহাম্মদ নবি সামাজিক মাধ্যমে লিখেছেন, `পাক্তিকার উর্গুন জেলায় আমাদের সাহসী ক্রিকেটারদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। প্রীতি ম্যাচ শেষে বাড়ি ফেরার সময় পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় তাদের জীবন নিভে গেছে। এটি শুধু পাক্তিকার জন্য নয়, পুরো আফগান ক্রিকেট পরিবার এবং জাতির জন্যও এক গভীর আঘাত।‘
অলরাউন্ডার গুলবাদিন নাইব বলেন, `উর্গুনে কাপুরুষোচিত সামরিক হামলায় আমরা গভীরভাবে শোকাহত। বেসামরিক মানুষ ও ক্রিকেটারদের ওপর এমন বর্বরোচিত আচরণ আমাদের জাতির স্বাধীনতা ও গর্বের ওপর আঘাত। তবে আফগান চেতনাকে এসব কখনোই ভাঙতে পারবে না।‘
বাঁহাতি পেসার ফাজালহাক ফারুকি তাঁর প্রতিক্রিয়ায় লেখেন, `নির্দোষ মানুষ ও ক্রিকেটারদের হত্যা করা এক জঘন্য ও ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ যেন শহীদদের জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি দেন। বেসামরিক মানুষ হত্যা কোনো গর্ব নয়, এটি চরম লজ্জার বিষয়। আফগানিস্তান দীর্ঘজীবী হোক।‘