দুই গোলে পিছিয়ে থেকেও ড্র করল পিএসজি

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫, ১০:০৩
শেয়ার :
দুই গোলে পিছিয়ে থেকেও ড্র করল পিএসজি

ইউরোপীয় চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট–জার্মেই (পিএসজি) স্ত্রাসবুর্গের বিপক্ষে দারুণ এক লড়াইয়ের পর ৩–১ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩–৩ ড্র করেছে । এই সমতায় তারা লিগ ওয়ানের শীর্ষস্থান ধরে রেখেছে।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক পিএসজি। দেশিরে দোয়ের পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন ব্র্যাডলি বারকোলা।

তবে কিছুক্ষণ পরই সমতায় ফেরে স্ত্রাসবুর্গ। দেশিরের বড় ভাই গ্যেলা দোয়ের ক্রস থেকে হেডে গোল করেন হোয়াকিন পানিচেল্লি। বিরতির ঠিক আগ মুহূর্তে দিয়েগো মোরেইরা দূর কোণ থেকে শট নিয়ে গোল করলে ২–১ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৯তম মিনিটে) আরও এক গোল পায় স্ত্রাসবুর্গ। মোরেইরার থ্রু–পাস থেকে দ্বিতীয়বারের মতো জালে বল জড়ান পানিচেল্লি, স্কোর তখন ৩–১।

৫৮তম মিনিটে ম্যাচে ফিরে আসার সুযোগ পায় পিএসজি। গোলরক্ষক মাইক পেন্ডার্স দেশিরে দোয়েকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা, যা সফলভাবে রূপান্তর করেন গনসালো রামোস (৩–২)।

৭৯তম মিনিটে সিনি মায়ুলুর হেডে সমতায় ফেরে পিএসজি। প্রথম প্রচেষ্টা ঠেকালেও ফিরতি বলে গোল দিতে ব্যর্থ হননি মায়ুলু। পেন্ডার্স, যিনি চেলসি থেকে ধারে এসেছেন, সেভ দেওয়ার পরেও গোল রুখতে পারেননি।

ইনজুরিতে থাকা ব্যালন ডি’অরজয়ী ফরোয়ার্ড উসমান দেম্বেলেকে ছাড়াই খেলেছে পিএসজি। ম্যাচের শেষদিকে চাপ বাড়ালেও জয়সূচক গোলের দেখা পায়নি দলটি। খভিচা কভারাতস্কেলিয়া বক্সের বাইরে থেকে নেয়া শটে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হন।

গত ১৩ মৌসুমে ১১ বার লিগ ওয়ান শিরোপা জিতেছে পিএসজি, যার মধ্যে টানা শেষ চার মৌসুমও রয়েছে। বর্তমান সূচি অনুযায়ী তারা এক পয়েন্টে এগিয়ে শীর্ষে, দ্বিতীয় স্থানে থাকা স্ত্রাসবুর্গ মার্শেই ও লিওঁর চেয়ে এক পয়েন্টে এগিয়ে আছে।

জয় পেলে স্ত্রাসবুর্গই উঠতে পারত শীর্ষে। ইংলিশ কোচ লিয়াম রোজেনিয়রের দলটিতে ছিলেন ইংল্যান্ডের লেফট–ব্যাক বেন চিলওয়েল (চেলসি থেকে যোগ দিয়েছেন সেপ্টেম্বর মাসে) এবং সাবেক ব্রাইটন মিডফিল্ডার হুলিও এনসিসো।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে বায়ার লেভারকুসেনের বিপক্ষে খেলবে পিএসজি, যেখানে তারা টানা তৃতীয় জয়ের লক্ষ্য নিয়ে নামবে।