হাঁটুর চোটে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ওডেগার্ড

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৬
শেয়ার :
হাঁটুর চোটে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ওডেগার্ড

আর্সেনাল মিডফিল্ডার ও অধিনায়ক মার্টিন ওডেগার্ড হাঁটুর চোটে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন বলে জানিয়েছেন দলের ম্যানেজার মিকেল আর্তেতা। আন্তর্জাতিক বিরতির পর প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল যখন ইনজুরি ও ফর্মহীনতার সমস্যায় ভুগছে, তখনই এ দুঃসংবাদ এলো।

গত মাসে কাঁধের চোটে দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন নরওয়ের এই তারকা। এবার হাঁটুর সমস্যার কারণে তিনি আর্সেনালের চতুর্থ খেলোয়াড় হিসেবে (গ্যাব্রিয়েল জেসুস, কাই হাভার্টজ ও ননি মাদুয়েকে–এর পর) ইনজুরির তালিকায় নাম লেখালেন।

আর্তেতা শুক্রবার ফুলহামের বিপক্ষে শনিবারের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেন, ‘সে কয়েক সপ্তাহের জন্য বাইরে থাকবে। ফেরার নির্দিষ্ট কোনো তারিখ এখনো বলা যাচ্ছে না, তবে সে ধীরে ধীরে ভালো হচ্ছে। এটা তার জন্য বেশ দুর্ভাগ্যজনক।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি কয়েক সপ্তাহের মধ্যেই সে ফিরবে, তবে সবকিছু নির্ভর করবে তার সুস্থতার অগ্রগতি আর হাঁটুর অবস্থা কেমন থাকে তার ওপর। এখনই সুনির্দিষ্ট কিছু বলা খুব তাড়াতাড়ি হয়ে যাবে।’

আর্তেতা জানান, বৃহস্পতিবারের অনুশীলনে না থাকা মার্টিন সুবিমেন্দি ও বেন হোয়াইট শনিবারের ম্যাচে খেলতে পারবেন। এছাড়া এক মাস ধরে কুঁচকির চোটে বাইরে থাকা ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো হিনকাপিয়েও ফিরতে পারেন ম্যাচডে স্কোয়াডে।

এ মৌসুমে সাত ম্যাচে মাত্র তিন গোল হজম করে প্রিমিয়ার লিগে সেরা রক্ষণভাগের রেকর্ড গড়া আর্সেনালের ইনজুরি মোকাবিলার মতো স্কোয়াড গভীরতা আছে, তবে আর্তেতা মনে করেন, ওডেগার্ডের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ফেরাটা দলের জন্য অত্যন্ত জরুরি।

‘সে আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মৌসুমের শুরু থেকেই আমরা তাকে পাচ্ছি না, যেমন আরও কিছু খেলোয়াড়কেও পাইনি। কিন্তু তাকে দরকার, কারণ সে মাঠে থাকলে আমরা আরও ভালো দল হয়ে উঠি,’ — বলেন আর্তেতা।

ওডেগার্ড চলতি মৌসুমে টানা তিনটি ঘরের মাঠের প্রিমিয়ার লিগ ম্যাচের প্রথমার্ধেই ইনজুরির কারণে বদলি হয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন।