দুঃসংবাদ পেল চেলসি
ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ভাগেই দুঃসংবাদ পেল চেলসি। দলের অন্যতম প্রধান তারকা কোলে পালমারকে পেতে আরও অপেক্ষা করতে হবে ক্লাবটিকে।
চেলসির কোচ এন্টসো মারেস্কা জানিয়েছেন, কুঁচকির চোট থেকে পুরোপুরি সেরে উঠতে আরও ছয় সপ্তাহ সময় লাগবে পালমারের। গত আগস্টে চোট পেয়েছিলেন এই ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার। তখন প্রিমিয়ার লিগের দুইটি ম্যাচ খেলতে পারেননি তিনি। সেপ্টেম্বরে মাঠে ফিরলেও পুরোপুরি ফিট ছিলেন না তিনি। গত ২০ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে বেড়ে যায় তার কুঁচকির চোট। এরপর থেকে মাঠের বাইরে তিনি।
সংবাদ সম্মেলনে মারেস্কা বলেছেন, ‘পালমারকে নিয়ে আমি ভুল ছিলাম। দুর্ভাগ্যবশত তাকে আরও ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। আমরা তাকে যতটা সম্ভব সুরক্ষিত রাখার চেষ্টা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যখন সে ফিরে আসবে তখন যেন সম্পূর্ণ ফিট থাকে।’
পালমারকে নিয়ে চেলসি কোচ আরও বলেন, ‘চিকিৎসকরা জাদুকর নয়। আশা করছি, ছয় সপ্তাহ যথেষ্ট। আমাদের ধাপে ধাপে এগোতে হবে। তার সুস্থ হয়ে ওঠা নিশ্চিত করতে হবে। তাকে স্বচ্ছন্দ লাগছে। চোট থেকে সেরে উঠতে চেষ্টা করছে এবং সব ধরনের থেরাপি নিচ্ছে।’
প্রসঙ্গত, ইংলিশ প্রিমিয়ার লিগে ৭ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে চেলসি।