ফোর্বসের জরিপে আয়ে শীর্ষে রোনালদো, সেরা দশে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২৫, ১৬:২৬
শেয়ার :
ফোর্বসের জরিপে আয়ে শীর্ষে রোনালদো, সেরা দশে ইয়ামাল

অনেক বছর ধরেই ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেন পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। স্বাভাবিকভাবেই ফুটবলারদের আয়েও সবার ওপরে এই ফরোয়ার্ড। ফুটবলারদের মধ্যে আয়ের দিক থেকে সেরা দশের তালিকায় ঢুকে পড়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালও। 

ফুটবলারদের আয় সংক্রান্ত এই তথ্য জানিয়েছে বিখ্যাত ফোর্বস সাময়িকী। রোনালদোর পর দুই নম্বরে স্বাভাবিকভাবেই আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। রোনালদোর এই বছরের আয় ২৮ কোটি ইউরো। অন্যদিকে, মেসির আয় রোনালদোর অর্ধেকও না- ১৩ কোটি ইউরো। রোনালদোর আয়ের একটি বড় অংশ আল-নাসরের সঙ্গে চুক্তি থেকে এলেও মেসির মূল আয় অ‍্যাডিডাস, লেইস, মাস্টারকার্ডের মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে।

তিন নম্বরে আছেন সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দেওয়া ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ১০ কোটি ৪০ লাখ ইউরো আয় তার। তালিকার চার ও পাঁচ নম্বরে যথাক্রমে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে (৯ কোটি ৫০ লাণ ইউরো) ও ম‍্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হলান্ড (৮ কোটি ইউরো)।

পরের চারজন হলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র (৬ কোটি ইউরো), লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ (৫ কোটি ৫০ লাখ ইউরো), আল নাসরের ফরোয়ার্ড সাদিও মানে (৫ কোটি ৪০ লাখ ইউরো) ও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহ‍্যাম (৪ কোটি ৪০ লাখ ইউরো)।

চমক লাগিয়ে দশ নম্বরে ঢুকে পড়েছেন ইয়ামাল। বিস্ট বাই ড্রে, অ‍্যাডিডাস, কোনামি এবং পাওয়ারএডের মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে ইয়ামাল বছরে আয় ৪ কোটি ৩০ লাখ ইউরো আয় করেছেন।