সিমন্স বললেন /

ব্যক্তির সমালোচনার জবাব ক্রিকেটারদের ফেসবুকে দেওয়া উচিত নয়

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২৫, ১৪:৪৫
শেয়ার :
ব্যক্তির সমালোচনার জবাব ক্রিকেটারদের ফেসবুকে দেওয়া উচিত নয়

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফেরার পর বিমানবন্দরে ক্রিকেট সমর্থক ও অনুসারীদের তোপের মুখে পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা। পরে সেটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন ক্রিকেটার নাঈম শেখ। তবে ব্যক্তির সমালোচনার জবাব সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের দেওয়া উচিত নয় বলে মনে করেন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এলে সিমন্সের কাছে জানতে চাওয়া হয় নাঈমের স্ট্যাটাস প্রসঙ্গে। জবাবে সিমন্স বলেন, ‘আমি খুশি যে আপনি প্রসঙ্গটি তুলেছেন। প্রথমত বলতে চাই, সামাজিক মাধ্যমে কী হচ্ছে, এসব নিয়ে ক্রিকেটারদের কিছু করার আছে বলে আমি একদমই মনে করি না। ব্যক্তি হিসেবে সবারই অধিকার আছে সামাজিক মাধ্যমে যা ইচ্ছা বলার। আন্তর্জাতিক ক্রিকেটার ও জাতীয় ক্রিকেটার হিসেবে আমার ক্রিকেটারদের অবশ্যই উচিত নয় এসবের জবাব দেওয়া।’

নাঈম ফেসবুকে লিখেছিলেন, ‘আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না — আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে। হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে — এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয় — কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন ‘

এরপর বিমানবন্দরের ঘটনার বর্ণনা দিয়ে তিনি লেখেন, ‘আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়ীতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখিনা। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য,মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে। ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক — লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়।’

যদিও ‘যা কিছু বলার অধিকারের’ নামে বর্ণবাদী মন্তব্য করাও উচিত নয় বলে মনে করিয়ে দিলেন সিমন্স। এ সময় তিনি নিয়ে আসেন সামাজিক মাধ্যমে জাকের আলির প্রতি বর্ণবাদমূলক নানা মন্তব্যের উদাহরণ। 

বাংলাদেশ কোচ বলেন, ‘তবে একটি কথা বলতে চাই, ক্রিকেটারদের প্রতি কোনো ধরনের বর্ণবিদ্বেষী সুর কোনোভাবেই থাকা ভালো কিছু নয়। আপনি যেখান থেকেই আসেন না কেন, আই ডোন্ট কেয়ার। কিন্তু জাকের আলির প্রতি যা হয়েছে, সেসবে আমি ক্ষুব্ধ। ভালো কিছু নয় এসব। তবে আপনাকে বলতে পারি, আমি চাই না আমার ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে কোনো ধরনের জবাব দেবে।’