মাঠের বাইরে বিশ্বরেকর্ড গড়ল ভারত-পাকিস্তান ম্যাচ
চলমান নারী বিশ্বকাপের গ্রুপপর্বে ভারত ও পাকিস্তানের লড়াই অনেকটাই একপেশে হয়েছে। ৫ অক্টোবর অনুষ্ঠিত সেই ম্যাচে ভারতের ২৪৭ রানের জবাবে ১৫৯ রানেই গুটিয়ে গেছে পাকিস্তানের মেয়েরা। তবে ম্যাচে উত্তেজনা না ছড়ালেও এই ম্যাচ মাঠের বাইরে গড়েছে বিশ্বরেকর্ড।
গতকাল বৃহস্পতিবার আইসিসি ঘোষণা করেছে, ভারত-পাকিস্তানের এই ম্যাচটিই সর্বকালের সবচেয়ে বেশি দেখা নারী আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। ডিজিটাল প্লাটফর্মে ম্যাচটি মোট ২৮.৪ মিলিয়ন বা ২ কোটি ৮৪ লক্ষ দর্শক দেখেছেন এবং ১.৮৭ বিলিয়ন বা ১৮৭ কোটি মিনিট দেখা হয়েছে।
ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও নারী বিশ্বকাপের লীগ পর্যায়ের প্রথমার্ধ ডিজিটাল এবং লিনিয়ার (টেলিভিশন, স্যাটেলাইট) উভয় প্ল্যাটফর্মেই রেকর্ড ভেঙে দিয়েছে। শ্রীলঙ্কা, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ম্যাচসহ টুর্নামেন্টের প্রথম ১১টি ম্যাচে দর্শক ছিল ৭২ মিলিয়ন- যা আগের সংস্করণের তুলনায় ১৬৬% বেশি। দেখার মিনিট ৩২৭% বৃদ্ধি পেয়েছে, মোট ৬.৩ বিলিয়ন মিনিট।
এবারের টুর্নামেন্টে স্টেডিয়ামে উপস্থিতি ছিল উল্লেখযোগ্য পরিমাণ। বিশেষ করে ভারতে ভারত এবং শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার ম্যাচগুলোর দিনে স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। তবে ঘরের দল ছাড়া বাকি ম্যাচে দর্শক তেমন ছিল না। কলম্বোতে শ্রীলঙ্কা বা ভারত যেসব ম্যাচ খেলেনি, সেগুলোতে দর্শক ১০ হাজারও হয়নি।
আইসিসি বিবৃতিতে জানায়, ‘আইসিসি ও জিওহটস্টারের যৌথভাবে প্রকাশিত তথ্য অনুযায়ী, টুর্নামেন্টের প্রথম ১৩টি ম্যাচে ৬ কোটিরও বেশি দর্শক ছিল, যা ২০২২ সংস্করণের তুলনায় পাঁচ গুণ বেশি। মোট দেখার সময় ৭ বিলিয়ন মিনিটে পৌঁছেছে, যা আগের টুর্নামেন্টের তুলনায় ১২ গুণ বেশি।’