মানুষের ‘শান্তি নষ্ট করায়’ ভিনিসিউসের বিরুদ্ধে মামলা

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ১৮:১৬
শেয়ার :
মানুষের ‘শান্তি নষ্ট করায়’ ভিনিসিউসের বিরুদ্ধে মামলা

আবারও আলোচনায় রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে নিজের ২৫তম জন্মদিনে জাকজমকপূর্ণ আয়োজন করেছিলেন তিনি। এর মাধ্যমে ভিনিসিউস মানুষের শান্তি নষ্ট করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় কর্তৃপক্ষ। 

রিও ডি জেনেইরোর ৯ম বিশেষ ফৌজদারি আদালত (ছোটখাটো অপরাধের বিচার করে তারা) মামলাটি পরিচালনা করছে। অভিযোগ অনুযায়ী, অনুষ্ঠানস্থলের কাছাকাছি বসবাসকারী এক প্রতিবেশী ১৯ জুলাই থেকে ২১ জুলাই ভোর পর্যন্ত অতিরিক্ত শব্দে পার্টি করার জন্য ভিনিসিউসের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এর ফলে আবাসিক এলাকার শান্তি বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ তার।

পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক কর্মকর্তারা একাধিক অভিযোগের পর ঘটনাস্থলে গিয়ে আয়োজকদের তা কমানোর নির্দেশ দিয়েছিলেন। তবে কর্মকর্তারা চলে যাওয়ার পর আবারও উচ্চস্বরে গান বাজানো হয়েছে বলে অভিযোগ করেছেন ওই প্রতিবেশী। 

জানা গেছে, বিবাহ এবং কর্পোরেট অনুষ্ঠানের জন্য পরিচিত একটি বিলাসবহুল এস্টেটে এই জন্মদিন উদযাপন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের মতে, প্রায় ৫০০ জন অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন ভিনিসিউসের রিয়াল মাদ্রিদ সতীর্থ এডুয়ার্ডো কামাভিঙ্গা এবং ব্রাজিলিয়ান পপ তারকা অ্যানিত্তাও। পার্টিতে লাইভ পারফরম্যান্স, আতশবাজি এবং এমনকি বিনোদন পার্কের মতো আকর্ষণীয় স্থানও ছিল। 

রিও ডি জেনেইরো রাজ্য বিচার বিভাগ নিশ্চিত করেছে, ৬ নভেম্বর মামলার প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হবে। ব্রাজিলের আইন অনুসারে, এই ধরনের অপরাধের জন্য ১৫ দিন থেকে তিন মাস পর্যন্ত জেল বা জরিমানা হতে পারে। যদিও তার কঠোর শাস্তির সম্ভাবনা কম।