ব্যাটার নয়, ভিন্ন দায়িত্বে আইপিএলে উইলিয়ামসন
দীর্ঘদিন আইপিএলে ব্যাটার হিসেবে খেলেছেন নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসন। এবার ভিন্ন দায়িত্ব নিয়ে ফ্র্যাঞ্চাইজিতে ফিরলেন তিনি। কৌশলগত উপদেষ্টা হিসেবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে (এলএসজি) যোগ দিয়েছেন এই কিউই ব্যাটার। ফ্র্যাঞ্চাইজিটির মালিক সঞ্জীব গোয়েঙ্কা বৃহস্পতিবার ঘোষণাটি দিয়েছেন।
উইলিয়ামসন ছাড়াও নতুন স্পিন-বোলিং কোচ হিসেবে কার্ল ক্রোকে নিয়োগ দিয়েছে লক্ষ্ণৌ। এলএসজি আরও জানিয়েছে, জাস্টিন ল্যাঙ্গার এবং ভরত অরুণ যথাক্রমে প্রধান কোচ এবং ফাস্ট-বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন ভূমিকায় আনন্দ প্রকাশ করে উইলিয়ামসন বলেছেন, ‘এলএসজিতে যোগ দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। তাদের একটি অসাধারণ প্রতিভাবান দল এবং দুর্দান্ত কোচ রয়েছে, যাদের সাথে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আইপিএলে জড়িত থাকা সবসময়ই বিশেষ, এটা ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে সেরা।’
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ-২০ টুর্নামেন্টে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন উইলিয়ামসন। সর্বশেষ এই বছরের মার্চ মাসে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে দেখা গেছে তাকে। এখনো অবসরের ঘোষণা না দিলেও নিউজিল্যান্ডের হয়ে সুযোগমতো খেলার চুক্তি করেছেন তিনি।