রশিদকে বিশ্রাম দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ১৮:৪২
শেয়ার :
রশিদকে বিশ্রাম দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের দল ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে তাদের ঘরের মাঠ হারারে স্পোর্টস ক্লাবে অক্টোবর-নভেম্বরে একটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। সফরে বিশ্রাম দেওয়া হয়েছে তারকা স্পিনার রশিদ খানকে। 

টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন তরুণ বাঁহাতি পেসার বশির আহমেদ। স্কোয়াডে জায়গা হয়েছে ডানহাতি ফাস্ট বোলার জিয়া উর রহমান শরিফি, বামহাতি স্পিনার শরাফুদ্দিন আশরাফ এবং ডানহাতি লেগ-স্পিনার খলিল গুরবাজের মতো প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের। 

বামহাতি স্পিন-বোলিং অলরাউন্ডার শহীদুল্লাহ কামালকে টেস্ট এবং টি-টোয়েন্টি উভয় দলেই রাখা হয়েছে। টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার ইজাজ আহমেদজাই। রিজার্ভ পুলে রয়েছেন ফাস্ট বোলার ইব্রাহিম আব্দুল রহিমজাই, সেদিকুল্লাহ আতাল এবং শামস উর রহমান।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড:

হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, আফসার জাজাই (উইকেটকিপার), ইকরাম আলীখিল (উইকেটকিপার), বাহির শাহ, শহীদুল্লাহ কামাল, ইসমত আলম, শরফুদ্দিন আশরাফ, জিয়া উর রহমান আকবর, ইয়ামিন আহমদজাই, জিয়া উর রহমান শরিফ, খলিল গুরবাজ ও বশির আহমেদ। 

রিজার্ভ: ইব্রাহিম আব্দুল রহিমজাই, সেদিকুল্লাহ অটল, শামস উর রহমান

আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:

রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, দরবেশ রাসুলি, শহীদুল্লাহ কামাল, ইজাজ আহমদজাই, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শরফুদ্দিন আশরাফ, নূর আহমদ, মুজিব উর রহমান, বশির আহমদ, ফরিদ আহমদ মালিক ও আবদুল্লাহ আহমদজাই।

রিজার্ভ: এ এম গজানফর, ফরিদুন দাউদজাই

সিরিজের সূচি (হারারে):

২০-২৪ অক্টোবর: একমাত্র টেস্ট

২৯ অক্টোবর: ১ম টি-২০

৩১ অক্টোবর: ২য় টি-২০

২ নভেম্বর: ৩য় টি-২০