অনন্য মাইলফলক ছুঁয়ে ‘গর্বিত’ রোনালদো
বয়সের সঙ্গে মিলিয়ে যায়নি ক্রিস্টিয়ানো রোনালদোর ফর্ম। ৪১ বছর বয়সেও সমানতালে গোল করে যাচ্ছেন এই পর্তুগিজ তারকা। বিশ্বকাপ বাছাইপর্বে মঙ্গলবার রাতে তার দল হাঙ্গেরির বিপক্ষে ড্র করলেও জোড়া গোল পেয়েছেন রোনালদো। তার ওই দুই গোলেই ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।
জোড়া গোল করে অনন্য একটি রেকর্ড গড়েছেন রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিলেন সিআরসেভেন। গতকাল রাতের আগে যা ছিল যৌথ রেকর্ড।
গত মাসে হাঙ্গেরির বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ে একটি গোল করে বিশ্বকাপ বাছাইয়ে আগের সর্বোচ্চ গোলদাতা কার্লোস রুইসের (৩৯) পাশে বসেছিলেন রোনালদো। এবার তাকে ছাড়িয়ে এককভাবে সর্বোচ্চ ৪১ গোলের মালিক হলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
সবমিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর মোট গোল এখন ১৪৩টি। পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলকের দিকেও অদম্য গতিতে ছুটছেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার মোট গোল এখন ৯৪৮টি।
বুধবার সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে নিজের রেকর্ড নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রোনালদো, ‘এটা কোনো গোপন বিষয় নয় যে, জাতীয় দলের প্রতিনিধিত্ব করা আমার কাছে অনেক কিছু, আর সে কারণেই পর্তুগালের হয়ে এই অনন্য মাইলফলক ছুঁতে পেরে খুবই গর্বিত আমি। আমাকে এখানে পৌঁছাতে যারা সাহায্য করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য নভেম্বরে দেখা হবে।’
আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড স্কোরার রোনালদোর মোট গোল এখন ১৪৩টি। ৪০ বছর বয়সী তারকার ক্যারিয়ার গোল হয়ে গেছে ৯৪৮টি। বুট জোড়া তুলে রাখার আগে হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যের কথা আগেই বলেছেন তিনি।
বাছাইপর্বে আরও দুই ম্যাচ বাকি পর্তুগালের। আগামী মাসে প্রথমে রিপাবলিক অব আয়ারল্যান্ডের মাঠে খেলবেন রোনালদোরা। বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে তারা ঘরের মাঠে আর্মেনিয়ার বিপক্ষে।
বিশ্বকাপে জায়গাও অনেকটাই পাকা পর্তুগালের। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে দলটি। ৫ পয়েন্ট নিয়ে হাঙ্গেরি আছে দুই নম্বরে। ৪ পয়েন্ট নিয়ে রিপাবলিক অব আয়ারল্যান্ড তিনে ও ৩ পয়েন্ট নিয়ে আর্মেনিয়া চারে আছে। গ্রুপের শীর্ষ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। রানার্সআপকে খেলতে হবে প্লে-অফ।