হোয়াইটওয়াশ হয়েও সুখবর পেলেন বাংলাদেশের মিরাজ-হৃদয়

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ১৭:০৬
শেয়ার :
হোয়াইটওয়াশ হয়েও সুখবর পেলেন বাংলাদেশের মিরাজ-হৃদয়

আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইওয়াশ হয়েছে বাংলাদেশ। তবে দল হোয়াইটওয়াশ হলেও ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে আইসিসি র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও ব্যাটার তাওহিদ হৃদয়। 

বোলারদেরে র‌্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি করে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে মিরাজ, আছেন ২৪ নম্বরে। আফগানিস্তান সিরিজে ৫ উইকেট পেয়েছিলেন তিনি। ব্যাট হাতে প্রথম ম্যাচে ৬০ রান করেছেন মিরাজ। পাঁচ ধাপ এগিয়ে তাই আছেন ৬৫তম স্থানে। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে যথাক্রমে ৫৬, ২৪ ও ৭ রান করা মিডল অর্ডার ব্যাটার হৃদয় ৭ ধাপ এগেয আছেন ৪২ নম্বরে।

এই দুজন উন্নতি করলেও ব্যাটারদের মধ্যে অবনতি হয়েছে নাজমুল হোসেন শান্তর। ১২ ধাপ নেমে ৪৩তম স্থানে আছেন তিনি। থম দুই ম্যাচ খেলে ২৮ রান করা জাকের আলি পিছিয়েছেন ১৭ ধাপ, আছেন ৭৫ নম্বরে। ৯ ধাপ পিছিয়ে ওপেনার তানজিদ হাসান এখন ৯৩তম স্থানে।

ওয়ানডে বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব ও তানভির ইসলাম। ২৪ ধাপ এগিয়ে পেসার তানজিম আছেন ৬৭তম স্থানে। আর বাঁহাতি স্পিনার তানভিরের অগ্রগতি ২৭ ধাপ। সেরা এক শ’তে ঢুকে ৯৭তম স্থান তার। 

বাংলাদেশের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন রশিদ খান ও আজমাতুল্লাহ ওমারজাইয়ের মতো আফগান ক্রিকেটাররা। তিন ম্যাচের সিরিজে দ্বিতীয়টিতে পাঁচটিসহ মোট ১১ উইকেট নেন রশিদ। ৫ ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ের চূড়ায় উঠেছেন তিনি। পেস বোলিংয়ে সিরিজে ৭ উইকেট নেওয়া ওমারজাই বোলারদের মধ্যে এগিয়েছেন ১৯ ধাপ, আছেন ২১তম স্থানে। ওয়ানডে ব্যাটার র‍্যাঙ্কিংয়ে আগের মতোই ২৩ নম্বরে আছেন তিনি। আর অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন শীর্ষে।

ব্যাটিংয়ে আগের মতোই সবার ওপরে ভারতের শুভমান গিল। বাংলাদেশের বিপক্ষে সিরিজ সেরা হওয়া ইব্রাহিম জাদরান ৮ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন। সিরিজে সর্বোচ্চ ২১৩ রান করেছেন আফগান ওপেনার।