নোমান-সাজিদের স্পিন আর আফ্রিদির পেসে চূর্ণ দ. আফ্রিকা
লাহোরের মাঠ যেন স্পিন স্বর্গ। সেখানে চতুর্থ ইনিংসে ২৭৭ রান করা তো কঠিন ব্যাপার, তাও দক্ষিণ আফ্রিকার মতো সফরকারী দলের জন্য। শেষ পর্যন্ত লড়াইয়ের সম্ভাবনা জাগালেও পারল না প্রোটিয়ারা। তাদেরকে ১৮৩ রানে গুটিয়ে ৯৩ রানের জয় নিয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
বাঁহাতি স্পিনার নোমান আলীর কাছেই মূলত ধরাশয়ী হয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ইনিংসে ১০ উইকেট নিয়েছেন তিনি। দুই ইনিংসেই তাকে সহায়তা করেছেন আরেক স্পিনার সাজিদ খান। প্রথম ইনিংসে ৩ উইকেট পাওয়া সাজিদ দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ২ উইকেট। পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে জিততে রেখেছেন দারুণ ভূমিকা।
আজ বুধবার ম্যাচের চতুর্থ দিন ২ উইকেটে ৫১ রান নিয়ে শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের তৃতীয় বলেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান টনি ডি জর্জিকে দুর্দান্ত এক বলে ফেরান আফ্রিদি। এরপর আবারও শুরু হয় নোমান শো। আউট করেন ত্রিস্তান স্টাবসকে। ৫৫ রানে ৪ উইকেট হারানো দলকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করেন ডেওয়াল্ড ব্রেভিস। রায়ান রিকেলটনের সঙ্গে গড়েন ৭৩ রানের জুটি। এরপর আবারও নোমান জাদু। দারুণ এক স্পিনের ৫১ বলে ৫০ রান করা ব্রেভিসকে ফেরান তিনি। টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো নেওয়া হয় ম্যাচে ১০ উইকেট।
শেষ পর্যন্ত ১৮৩ রানেই থামে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। শেষের দিকে দারুণ সব রিভার্স সুইংয়ে প্রোটিয়া ব্যাটারদের বিপদে ফেলেন শাহিন আফ্রিদি। প্রথম ইনিংসে কোনো উইকেটই পাননি তিনি। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকান স্পিনার সেনুরান মুথুসামী ১০ উইকেট পেলেও সেটি ব্যর্থ হয় নোমান-সাজিদ-শাহিনদের বোলিংয়ে।