বিশ্বকাপ নিশ্চিত করেছে কারা, আর কত দেশ বাকি

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ১৪:০১
শেয়ার :
বিশ্বকাপ নিশ্চিত করেছে কারা, আর কত দেশ বাকি

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র আট মাস বাকি। সম্প্রসারিত এই টুর্নামেন্টে থাকছে অনেক নতুনত্ব।

জেনে নিন এবারের আসর সম্পর্কে সব গুরুত্বপূর্ণ তথ্য।

কখন ও কোথায় হবে বিশ্বকাপ?

বিশ্বকাপের ২৩তম আসর হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ও উচ্চাকাঙ্ক্ষী টুর্নামেন্ট। ছয়টি মহাদেশের মোট ৪৮টি দেশ খেলবে তিনটি দেশের ১৬টি শহরে।

২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই আসর, আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এটি হবে ইতিহাসে প্রথম বিশ্বকাপ, যা তিনটি ভিন্ন দেশে অনুষ্ঠিত হবে।

এর আগে যুক্তরাষ্ট্র (১৯৯৪) এবং মেক্সিকো (১৯৭০, ১৯৮৬) বিশ্বকাপ আয়োজন করেছে, তবে কানাডা এবার প্রথমবারের মতো আয়োজক দেশ হিসেবে যুক্ত হচ্ছে।

মেক্সিকোতে তিনটি শহরে ম্যাচ অনুষ্ঠিত হবে-গুয়াদালাহারা, মনতেরে এবং রাজধানী মেক্সিকো সিটি, যেখানে উদ্বোধনী ম্যাচটি হবে ১১ জুন ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে।

কানাডার দুই আয়োজক শহর টরন্টো ও ভ্যাঙ্কুভার, আর যুক্তরাষ্ট্রে খেলা হবে আটলান্টা, বোস্টন, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, নিউইয়র্ক/নিউ জার্সি, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো ও সিয়াটল–এ।

কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত সব ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। ১৯ জুলাই (রোববার) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

কতগুলো দল অংশ নিচ্ছে?

২০২৬ বিশ্বকাপে থাকবে ৪৮টি দল, যেখানে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগের বিশ্বকাপ (কাতার ২০২২)-এ ৩২ দল ৬৪ ম্যাচ খেলেছিল, এবার সেই সংখ্যাটি অনেক বেড়েছে।

৪৮টি দলকে ভাগ করা হবে ১২টি গ্রুপে, প্রতিটি গ্রুপে থাকবে ৪টি করে দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল ও সেরা আটটি তৃতীয় স্থানধারী দল মিলে গঠন করবে ৩২ দলের নকআউট পর্ব।

এরপর হবে স্বাভাবিক ধারা অনুযায়ী রাউন্ড অব ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল।

দল বণ্টন হবে যেভাবে:

ইউরোপ (উয়েফা): ১৬ দল

আফ্রিকা (সিএএফ): ৯ দল

এশিয়া (এএফসি): ৮ দল

দক্ষিণ আমেরিকা (কনমেবল): ৬ দল

উত্তর ও মধ্য আমেরিকা (কনকাকাফ): ৬ দল (এর মধ্যে তিনটি স্বাগতিক দেশ)

ওশেনিয়া (ওএফসি): ১ দল

অতিরিক্ত দুটি স্থান নির্ধারিত হবে আগামী মার্চে অনুষ্ঠিতব্য আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে, যেখানে অংশ নেবে ছয়টি নন-ইউরোপীয় দেশ।

এখন পর্যন্ত কারা কোয়ালিফাই করেছে?

আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ছাড়াও ইতিমধ্যে ২৫টি দেশ জায়গা নিশ্চিত করেছে। এর মধ্যে রয়েছে প্রথমবারের মতো বিশ্বকাপে উঠা কেপ ভার্দে, জর্ডান ও উজবেকিস্তান।

এশিয়া (এএফসি)

অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান

(৮ দল সরাসরি, ১ দল প্লে-অফে)

আফ্রিকা (সিএএফ)

আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর, ঘানা, আইভরি কোস্ট, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া

(৯ দল সরাসরি, ১ দল প্লে-অফে)

দক্ষিণ আমেরিকা (কনমেবল)

আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে

(৬ দল সরাসরি, বলিভিয়া প্লে-অফে)

 ওশেনিয়া (ওএফসি)

নিউজিল্যান্ড

(১ দল সরাসরি, ১ দল প্লে-অফে)

 ইউরোপে (উয়েফা)

ইংল্যান্ড

(১২ দল সরাসরি, ৪ দল প্লে-অফের মাধ্যমে)

উত্তর ও মধ্য আমেরিকা (কনকাকাফ)

আয়োজক তিন দেশ-যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা-ইতিমধ্যে নিশ্চিত। বাকি তিনটি দল সরাসরি যোগ দেবে, আর দুই দল প্লে-অফে অংশ নেবে।