টানা জয়ের বিশ্বরেকর্ড গড়ল মরক্কো
ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় লিখেছে মরক্কো। টানা ১৬টি জয়ে তারা জাতীয় দল হিসেবে সর্বাধিক ধারাবাহিক জয়ের বিশ্বরেকর্ড গড়েছে। মঙ্গলবার নিজেদের মাঠে কঙ্গোর বিপক্ষে ১–০ গোলের জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান শেষ করে তারা অপরাজিত থেকে এই কীর্তি অর্জন করেছে।
রাবাতে ম্যাচের ৬৩তম মিনিটে ইউসুফ এন-নেসিরির একমাত্র গোলই নির্ধারণ করে দেয় ফলাফল। এর ফলে গ্রুপ ই-তে মরক্কো আট ম্যাচে আট জয় নিয়ে শেষ করেছে-পুরো আফ্রিকা অঞ্চলে একমাত্র দল হিসেবে নিখুঁত রেকর্ড গড়ে। এই অর্জনের মাধ্যমে তারা স্পেনের আগের রেকর্ড (২০০৮ সালের জুন থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত টানা ১৫ জয়) অতিক্রম করেছে।
দলটি সর্বশেষ কোনো ম্যাচে জিততে না পারার অভিজ্ঞতা পেয়েছিল ২০২৪ সালের মার্চে মৌরিতানিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে, যা গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছিল। এরপর থেকে তারা জিতেছে টানা সাতটি বিশ্বকাপ বাছাই, ছয়টি আফ্রিকা কাপ অব নেশন্স বাছাই ও তিনটি প্রীতি ম্যাচ-মোট ১৬টি জয়।
১৯ মাসব্যাপী এই অপরাজিত ধারায় মরক্কো করেছে ৫০ গোল, আর হজম করেছে মাত্র ৪টি।
এখন তারা আফ্রিকা কাপ অব নেশন্সের মূল পর্বে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবে, যেখানে আগামী ২১ ডিসেম্বর কোমোরোসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে তাদের নতুন অভিযাত্রা শুরু হবে।