কেইনের রেকর্ডে বিশ্বকাপে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ১০:২৬
শেয়ার :
কেইনের রেকর্ডে বিশ্বকাপে ইংল্যান্ড

লাটভিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ৫–০ গোলের জয়ে নতুন ইতিহাস গড়েছেন হ্যারি কেইন। মঙ্গলবার  বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার জাতীয় দলের হয়ে তার ক্যারিয়ারের ১৩তম ম্যাচে একাধিক গোল করে ন্যাট লফটহাউসের রেকর্ড (১২ বার) ভেঙেছেন। এ জয়ে ইউরোপের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপেও জায়গা করে নিল ইংল্যান্ড।

রিগায় করা এই জোড়া গোলে ৩২ বছর বয়সী কেইনের ইংল্যান্ডের হয়ে গোল সংখ্যা দাঁড়িয়েছে ৭৬-এ, ১১০ ম্যাচে। ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন ধীরে ধীরে জাতীয় দলের সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডটিও ছুঁয়ে ফেলতে চলেছেন।

লাটভিয়ায় জয়ের পরই কেইনের সর্বশেষ রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ইংল্যান্ডের হয়ে তার পারফরম্যান্স এখনো দুর্দান্ত ধারাবাহিকতায় চলছে, বিশেষত জার্মান কোচ থমাস টুখেলের অধীনে। টুখেলের নেতৃত্বে সাত ম্যাচে সাত গোল করে তিনি দারুণ ফর্ম ধরে রেখেছেন এবং সাবেক বায়ার্ন কোচের সঙ্গে তার বোঝাপড়াও অসাধারণভাবে ফুটে উঠছে।

তবে বড় টুর্নামেন্টগুলোতে মাঝে মাঝে কেইন সমালোচিতও হয়েছেন। বিশেষ করে ইউরো ২০২৪-এ তার অফ-দ্য-বল (বল ছাড়া অবস্থায়) গতিবিধি দলকে কিছুটা ধীর করে দিচ্ছিল বলে অভিযোগ ওঠে। ইংল্যান্ড ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল এবং কেইন তিন গোল করে যৌথ গোল্ডেন বুট জেতেন, তবুও কিছু সমর্থক নতুন স্ট্রাইকারের দাবি তুলেছিলেন।

তবে এক বছরেরও কিছু বেশি সময় পর এখন কেইন জীবনের সেরা ফর্মে রয়েছেন। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের হয়ে তিনি নতুন মৌসুম শুরু করেছেন ঝলমলে পারফরম্যান্সে-মাত্র ১০ ম্যাচে ১৮ গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন।

২০২৩–২৪ মৌসুমে বুন্দেসলিগায় ৩৬ গোল করে তিনি ইউরোপিয়ান গোল্ডেন সু জিতেছিলেন, আর এবারও পুরস্কারটির জন্য কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় আছেন।

সব মিলিয়ে, হ্যারি কেইন এখন ক্যারিয়ারের একদম শীর্ষে-রেকর্ড ভাঙছেন, গোল করছেন, আর নিজের নাম লিখছেন ইংল্যান্ড ফুটবলের সোনালী অধ্যায়ে।