রোনালদোর রেকর্ডের ম্যাচে অপেক্ষা বাড়ল পর্তুগালের

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ১০:০১
শেয়ার :
রোনালদোর রেকর্ডের ম্যাচে অপেক্ষা বাড়ল পর্তুগালের

আবারও ইতিহাস গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। হাঙ্গেরির বিপক্ষে মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রথমার্ধে জোড়া গোল করে তিনি নতুন রেকর্ডের জন্ম দিয়েছেন। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি ২–২ গোলে ড্র হয়।

এদিন আটিল্লা সালাই ম্যাচের অষ্টম মিনিটে হাঙ্গেরিকে এগিয়ে দেন। কিন্তু ২২তম মিনিটে রোনালদো সমতা ফিরিয়ে আনেন এবং প্রথমার্ধের শেষ মুহূর্তে আরও একটি গোল করে পর্তুগালকে এগিয়ে দেন।

হাঙ্গেরির বিপক্ষে পিছিয়ে পড়ার পরও পর্তুগাল দারুণভাবে লড়ে ফিরে আসে এবং আগামী বছরের বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পথে ছিল। এই প্রত্যাবর্তনের নেতৃত্ব দেন তাদের কিংবদন্তি রোনালদো।

৪০ বছর বয়সী এই তারকা প্রথমার্ধেই দুটি গোল করেন, যদিও ডমিনিক সোবোস্লাই শেষ মুহূর্তে গোল করে হাঙ্গেরির হয়ে সমতা ফেরান, ফলে ম্যাচটি ২–২ তে শেষ হয়। এখন পর্তুগালকে যোগ্যতা নিশ্চিত করতে নভেম্বরে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

২২তম মিনিটে সমতার গোলটি করে রোনালদো গুয়েতমালার সাবেক আন্তর্জাতিক তারকা কার্লোস রুইজকে ছাড়িয়ে যান, যা ছিল তার বিশ্বকাপ বাছাইপর্বে ৪০তম গোল, ইতিহাসে সর্বাধিক। প্রথমার্ধের শেষ মুহূর্তে দ্বিতীয় গোলটি করে তিনি নিজের সংখ্যা বাড়িয়ে ৫০ ম্যাচে ৪১-এ উন্নীত করেন।

বর্তমানে রোনালদোর আন্তর্জাতিক গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩-এ, আর ক্লাব ও জাতীয় দলের হয়ে তার মোট গোল সংখ্যা এখন ৯৪৭।