দারুণ প্রত্যাবর্তনে ব্রাজিলকে হারিয়ে জাপানের ইতিহাস
দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লিখল জাপান। টোকিও স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে পূর্ণ দর্শকে ভরা গ্যালারির সামনে দক্ষিণ আমেরিকার জায়ান্টদের বিপক্ষে ১৪তম দেখায় প্রথম জয়ের স্বাদ পেল জাপান।
প্রথমার্ধে পাউলো হেনরিক ও গ্যাব্রিয়েল মার্তিনেলির গোলে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। কিন্তু বিরতির পর দৃশ্যপট পাল্টে যায় পুরোপুরি। ব্রাজিলের রক্ষণভাগের একাধিক ভুল কাজে লাগিয়ে ম্যাচে ফিরে আসে জাপান, আর শেষ মুহূর্তে আয়াসে উয়েদার হেডে নিশ্চিত হয় ঐতিহাসিক জয়। এই হারে কোচ কার্লো আনচেলত্তির সামনে নতুন করে চিন্তার কারণ তৈরি করল ব্রাজিল দল।
৫২তম মিনিটে ফ্যাব্রিসিও ব্রুনোর ভুল পাসের সুযোগ নিয়ে বক্সের ভেতর থেকে গোল করেন তাকুমি মিনামিনো, ব্যবধান কমে আসে ২–১-এ। নয় মিনিট পর আরও বড় ভুল করেন সেই ব্রুনো—ক্লিয়ার করতে গিয়ে বল জালে জড়িয়ে আত্মঘাতী গোল করেন, তাতে সমতায় ফিরে জাপান।
এরপর দর্শকদের উচ্ছ্বাসে মাঠ প্রকম্পিত হতে থাকে। ৭১তম মিনিটে বদলি খেলোয়াড় জুনিয়া ইতো কর্নার থেকে দারুণ ক্রস তুললে ডিফেন্ডার লুকাস বেরালদোকে হারিয়ে হেডে গোল করেন উয়েদা। শেষ পর্যন্ত সেই গোলই এনে দেয় জাপানের ঐতিহাসিক জয়।
এই জয় কেবল একটি প্রীতি ম্যাচের জয় নয়—এটি ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে জাপানের আত্মবিশ্বাসকে অন্য মাত্রায় পৌঁছে দিল।