শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’ আজ
বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। সোমবার (গতকাল) রাতের মধ্যে দাবি মানা না হলে মঙ্গলবার (আজ) দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি করার ঘোষণা দেন তারা। একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও জানানো হয়। গতকাল বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন এ কর্মসূচির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
দেলোয়ার হোসেন আজিজী বলেন, মন্ত্রী-উপদেষ্টাদের ছেলেমেয়েরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন না, তাই তাদের কোনো চিন্তাও নেই। আমরা দীর্ঘদিন বঞ্চিত। সরকারের ঘোষিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তাই এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন বদলি নীতি বাস্তবায়ন দাবি করেছেন। দাবি আদায় করেই ঘরে ফিরবেন শিক্ষকরা।
২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বাবদ ১ হাজার ৫০০ টাকা ও সর্বজনীন বদলি নীতি বাস্তবায়ন এই তিন দফা দাবিতে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি আদায়ে গত রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংগঠনের
আরও পড়ুন:
হরতাল-অবরোধে শীতের পোশাক ব্যবসায় মন্দা
নেতাদের আহ্বানে শিক্ষকরা সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখানে থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন। কেন্দ্রীয় শহীদ মিনারে রাত কাটানোর পর গতকাল সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকায় অবস্থানরত শিক্ষকরা। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা এ কর্মসূচি চালিয়ে যাবেন বলে হুশিয়ারি দেন।
আরও পড়ুন:
আকতার পারভেজ সর্বোচ্চ ভোটে সিএসই পরিচালক