১৪ বছরেই রাজ্য ক্রিকেটের সহ-অধিনায়ক হলেন সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১৪:৩৫
শেয়ার :
১৪ বছরেই রাজ্য ক্রিকেটের সহ-অধিনায়ক হলেন সূর্যবংশী

সাফল্যের পালকে নতুন এক মুকুট যুক্ত হয়েছে ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশীর। আগামী বুধবার শুরু হতে যাওয়া রঞ্জি ট্রফি উপলক্ষে মাত্র ১৪ বছর বয়সেই বিহার রাজ্য দলের সহ-অধিনায়ক হিসেবে বাছাই করা হয়েছে তাকে। এই দলের অধিনায়ক সাকিবুল গনি। 

গতকাল রোববার গভীর রাতে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই দল ঘোষণা করা হয়। আগামী ১৫ অক্টোবর থেকে মঈন-উল-হক স্টেডিয়ামে প্লেট লিগ মৌসুমের উদ্বোধনী ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলবে বিহার। গত রঞ্জি মৌসুমে একটিও জয় না পাওয়ায় বিহারের প্লেট লিগে অবনমন হয়েছিল।

২০২৩-২৪ মৌসুমে মাত্র ১২ বছর বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছিল সূর্যবংশীর। পরবর্তীতে ইতিহাস সৃষ্টি করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের সঙ্গে (আইপিএল) চুক্তি করেন তিনি। তখন সূর্যবংশীর বয়স মাত্র ১৩। নিঃসন্দেহে আইপিএলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে যান তিনি। পরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ভারতের অনূর্ধ্ব-১৯ সফরের অংশও ছিলেন এই সূর্যবংশী।

আইপিএল খেলতে নেমেই নিজের ব্যাটিং তাণ্ডব দেখান সূর্যবংশী। গুজরাট টাইটানসের বিপক্ষে হাঁকান ৩৫ বলের সেঞ্চুরি। যা পুরুষ ক্রিকেটে (১৪) সবচেয়ে কম বয়সী হিসেবে সেঞ্চুরির রেকর্ড। সেই শতকটি আইপিএলের দ্বিতীয় দ্রুততমও।

বিহারের হয়ে পুরো মৌসুমে খেলার সম্ভাবনা কম সূর্যবংশীর। কারণ আগামী বছরের শুরুতে জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ভারত দলের অংশ হওয়ার দৌড়ে রয়েছেন তিনি।

রঞ্জি ট্রফিতে বিহার দল: পীযূষ কুমার সিং, ভাস্কর দুবে, সাকিবুল গণি (অধিনায়ক), বৈভব সূর্যবংশী (সহ-অধিনায়ক), অর্ণব কিশোর, আয়ুশ লোহারুকা, বিপিন সৌরভ, আমোদ যাদব, নওয়াজ খান, সাকিব হুসেন, রাঘবেন্দ্র প্রতাপ সিং, শচীন কুমার সিং, হিমাংশু সিং, খালিদ আলম ও শচীন কুমার।