উইলিয়ামসনকে বাইরে রেখে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ০৯:২৪
শেয়ার :
উইলিয়ামসনকে বাইরে রেখে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। গতকাল রবিবার ঘোষিত এই দলে রাখা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার কেন উইলিয়ামসনকে। যদিও ওয়ানডেতে ফেরার পথে আছেন তিনি। 

পেটের অস্ত্রোপচারের পর নিউজিল্যান্ড দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার। তবে দল থেকে বাদ পড়েছেন গত সপ্তাহে অনুশীলনের সময় বাম হ্যামস্ট্রিংয়ে আঘাত পাওয়া ফাস্ট বোলার বেন সিয়ার্স। তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। 

বে ওভালে ফিল্ডিং অনুশীলনের সময় মুখের আঘাতের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করার পর ফিরেছেন সিয়ার্সের ওয়েলিংটন সতীর্থ এবং ঘনিষ্ঠ বন্ধু রাচিন রবীন্দ্র। ইনজুরির কারণে পাওয়া যাচ্ছে না ফিন অ্যালেন (পা), অ্যাডাম মিলনে (গোড়ালি), উইল ও'রোর্ক (পিঠ), গ্লেন ফিলিপস (কুঁচকি) এবং লকি ফার্গুসনকে (হ্যামস্ট্রিং)।

দলে ইশ সোধি জায়গা না পাওয়ায় স্যান্টনার ও রবীন্দ্রর সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে খেলবেন মাইকেল ব্রেসওয়েল। প্রয়োজনে মার্ক চ্যাপম্যানও বাম-হাতি স্পিনে অবদান রাখতে পারেন।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১৮ অক্টোবর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হবে। ২০ অক্টোবর একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে অকল্যান্ডে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত চলবে, উইলিয়ামসন তার নিজ মাঠ বে ওভালের ম্যাচ দিয়ে ফিরতে পারেন। 

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফাউলকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রচিন রবীন্দ্র, টিম রবিনসন এবং টিম সেইফার্ট (উইকেটরক্ষক)।