২৮ বছরের রেকর্ড ভেঙে মান্ধানার ইতিহাস
চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়েছেন ভারতের ব্যাটার স্মৃতি মান্ধানা। বিশাখাপত্তনমে আজ রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৬ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। এর মাধ্যমে প্রথম নারী ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার বছরে ১ হাজার বা তার বেশি রান করার রেকর্ড গড়লেন ২৯ বছর বয়সী এই ব্যাটার।
মান্ধানা ভেঙেছেন ২৮ বছর আগে করা অস্ট্রেলিয়ান ব্যাটার বেলিনডা ক্লার্কের রেকর্ড। ১৯৯৭ সালে ৯৭০ রান করেছিলেন তিনি।
শুধু ওপরের রেকর্ডটিই নয়, আজ নারী ওয়ানডেতে ব্যক্তিগত ৫ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন মান্ধানা। মিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় ও সবমিলিয়ে বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি।
সবচেয়ে কম বয়সী হিসেবেও ৫ হাজার ওয়ানডে রানে পৌঁছানোর রেকর্ড গড়েছেন মান্ধানা। ১১২ ইনিংস ও ৫ হাজার ৫৬৯ বলে এই কীর্তি ছুঁয়েছেন মান্ধানা। এর আগে এই কীর্তি স্টেফানি টেইলর ১২৯ ইনিংসে ও সুজি বেটস ৬ হাজার ১৮২ বলে স্পর্শ করেছিলেন।
নারী বিশ্বকাপে ১৭ ম্যাচে ৯৮২ রান নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নেমিছিলেন মান্ধানা। ইনিংসের অষ্টম ওভারেই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ওপেনিংয়ে প্রতিকা রাওয়ালের সঙ্গে গড়েন ১৫৫ রানের জুটি।