মেসি-রোনালদোর অর্ধেকেরও কম ম্যাচ খেলে ৫০ গোল হলান্ডের
লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মহাতারকাকে আর্লিং হলান্ড ছাড়িয়ে যেতে পারবেন কি না, সেটি সময়ই বলে দেবে। তবে আপাতত সঠিক পথেই আছেন তিনি। এই যেমন আন্তর্জাতিক ফুটবলে দ্রুততম ৫০ গোলে রোনালদো-মেসিকে পেছনে ফেলে দিলেন তিনি।
অসলোয় গতকাল শনিবার রাতে অসলোয় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইসরায়েলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। হ্যাটট্রিক করেছেন হলান্ড। নরওয়ের হয়ে বাকি দুই গোল আত্মঘাতী দিয়েছেন ইসরায়েলের আনান খালাইলি ও ইদান নাচমিয়াসের আত্মঘাতী।
ম্যাচে গতকাল পেনাল্টি থেকে গোল পাননি হলান্ড। তবে ২৭, ৬৩ ও ৭২ মিনিটে গোল দিয়ে হ্যাটট্রিক পূরণ করেন এই নরওয়েজিয়ান তারকা। এর মাধ্যমে তিনি হয়ে গেলেন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে কম ম্যাচে ৫০ গোল করা খেলোয়াড়। ২০১৯ সালে অভিষেক হওয়া এই ফুটবলার ৪৬ ম্যাচে করেছেন ৫১ গোল।
হল্যান্ড ভেঙেছেন ইংল্যান্ডের হ্যারি কেনের রেকর্ড। ৫০ গোল করতে তার লেগেছিল ৭১ ম্যাচ। এখন তিনি ৭৪ গোল নিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা। দ্রুততম গোলের হিসাবে এর পরই আছেন ব্রাজিলের নেইমার জুনিয়র। ৫০ গোল করতে তার লেগেছিল ৭৪ ম্যাচ।
পতুর্গালের ক্রিস্টিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মেসিও অবশ্য তার পরেই। ২২৪ ম্যাচে রোনালদো করেছেন ১৪১ গোল, মেসি ১৯৪ ম্যাচে ১১৪টি। প্রথম ৫০ গোল করতে মেসির লেগেছিল ১০৭ ম্যাচ, রোনালদোর ১১৪টি।