ভারতের ইনিংস ব্যবধানে জেতার আশা ভেঙে দিচ্ছেন হোপ-ক্যাম্পবেল
প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫১৮ তুলে ওয়েস্ট ইন্ডিজকে রানপাহাড়েই চাপা দেয় স্বাগতিক ভারত। দিল্লিতে চলমান সিরিজের দ্বিতীয় এই টেস্টে বিশাল রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয় ২৪৮ রানে। বিশাল রানের লিড নিয়ে ফলোঅন করায় ভারত। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও জয়ের আশা দেখেছিল দেশটি। তবে তাদের সেই আশায় জল ঢালছেন জন ক্যাম্পবেল-শেই হোপ জুটি।
প্রথম ইনিংসে ২৭০ রানের লিড নিয়ে ৩৫ রানের মধ্যেই উইন্ডিজের টপ অর্ডারের দুই ব্যাটার ত্যাগনারায়ণ চন্দরপল ও আলিক আথানেজকে ফিরিয়ে দেয় ভারত। এরপরই জুটি গড়েন ক্যাম্পবেল ও হোপ। এরই মধ্যে ১৩৮ রান যোগ করে ফেলেছেন তারা। তাতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের রান ২ উইকেটে ১৭৩। তবু ইনিংসে হার রোস্টন চেজের দলকে আরও ৯৮ রান করতে হবে।
চলতি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম অর্ধশতরানের ইনিংস এল ক্যাম্পবেলের ব্যাট থেকে। অর্ধশতরান করেছেন হোপও। ভারতের পিচে ব্যাট করা যে কঠিন নয়, তা প্রমাণ করে দিলেন ওয়েস্ট ইন্ডিজের এই দুই ব্যাটার। দিনের শেষ ক্যাম্পবেল ৮৭ রানে এবং হোপ ৬৬ রানে অপরাজিত থাকলেন।
দিনের প্রথম ভাগে অবশ্য ব্যাট হাতে লড়াই করতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। কুলদীপ যাদবের স্পিন বুঝে উঠতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটাররা। প্রথম ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন আথানেজ। ত্রিশোর্ধ্ব রানের ইনিংস খেলেন চন্দরপল আর হোপও। টেস্ট ক্রিকেটে ইনিংসে পঞ্চমবার পাঁচ উইকেট পেয়েছেন কুলদীপ। তিনি ৫ উইকেট নেন ৮২ রান খরচ করে। ৪৬ রানে ৩ উইকেট রবীন্দ্র জাদেজার।