বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট নিয়ে আকরাম, সাকলাইনের পাশে রশিদ
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটারদের নাকানিচুবানি খাইয়েছেন আফগান স্পিনার রশিদ খান। তুলে নিয়েছেন ৫টি উইকেট। এর মাধ্যমে দারুণ এক কীর্তির মালিক হলেন তিনি। বসে পড়ছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম ও সাকলাইন মুশতাকদের পাশে।
গতকাল বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১৯০ রানেই থামে আফগানিস্তান। যার জবাব দিতে নেমে ১০৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এর পেছনে প্রধান অবদান রশিদ খানের বোলিং। ৮ ওভার ৩ বলে ৩ মেডেনসহ মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন তিনি।
ওয়ানডেতে এই নিয়ে ষষ্ঠবারের মতো ম্যাচে পাঁচ বা তার বেশি উইকেট শিকার করলেন রশিদ। ৫০ ওভারের ক্রিকেটে এতদিন এই কীর্তি ছিল আকরাম ও মুশতাকদের। এই দুজন ছাড়াও ওয়ানডেতে ছয়বার পাঁচ উইকেট নিয়েছেন ভারতের মোহাম্মদ শামি, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার।
ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস। ১৩ বার এই কীর্তি গড়েছেন তিনি! ১০ বার এই কীর্তি গড়ে দুইয়ে শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, ব্রেট লি এবং পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি নয়বার ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন।