জয়সোয়ালকে লারার অনুরোধ /
আমাদের বোলারদের এত খারাপভাবে মেরো না
ভারত সফরে টেস্ট সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রতিদ্বন্দ্বিতার কোনো ছাপই রাখতে পারছে না একসময়ের দাপুটে দলটি। সিরিজের প্রথম টেস্টে ভারতের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় টেস্টেও চোখ রাঙাচ্ছে ইনিংস হার।
ওয়েস্ট ইন্ডিজের এই করুণ অবস্থা ভারতে গিয়ে প্রত্যক্ষ করছেন ব্রায়ান লারা। ক্যারিবিয়ানদের কিংবদন্তি তো বটেই, বিশ্ব ক্রিকেটেরই এ যাবৎকালের অন্যতম সেরা ব্যাটার তিনি। তবে নিজ চোখে উত্তরসূরীদের এই অবস্থা দেখে যারপরনাই হতাশ লারা।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট দেখতে লারার পাশাপাশি ভিভ রিচার্ডসরাও আছেন। দর্শকাসনে থাকা দুই সাবেক ক্রিকেটারের হতাশা বেশ কয়েকবারই ধরা পড়েছে টেলিভিশন ক্যামেরায়। তাদের আলোচনায় বার বার উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের শট নির্বাচনে দুর্বলতার কথা। কখনো কখনো দেখা গিয়েছে, হাতের মুদ্রায় লারা দেখাচ্ছেন কী শট খেলা উচিত ছিল। নিজের দেশের ক্রিকেটারদের পারফরম্যান্সে হতাশ হলেও ভারতের যশস্বী জয়সোয়ালের ১৭৫ রানের ইনিংস মুগ্ধ করেছে লারাকে।
আজ রবিবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা গেছে, শনিবার খেলার শেষে তরুণ বাঁহাতি ওপেনারকে ১৭৫ রানের ইনিংসের জন্য অভিনন্দন জানাচ্ছেন লারা। লারাকে দেখে যশস্বী হেসে তার দিকে এগিয়ে যান। বলেন, ‘স্যর কেমন আছেন?’
লারা বলেন, ‘খারাপ নয়। আমি ভালই আছি।’ যশস্বী আবার বলেন, ‘স্যর আপনি ভাল আছেন তো?’ এর পর লারা বলেন, ‘দয়া করে তুমি আমাদের বোলারদের এত খারাপভাবে মেরো না।’ উত্তরের যশস্বী বলেন, ‘না, ঠিক আছে। আমি শুধু চেষ্টা করছি।’