বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে অনিশ্চিত আফগান ব্যাটার
পায়ের পেশিতে চোট পাওয়ায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলা নিয়ে শঙ্কায় আফগানিস্তানের ব্যাটার রহমত শাহ। দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরির কারণে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়লেও শেষ উইকেট পড়ার পর সাহসিকতার সঙ্গে আবারও ব্যাট হাতে নামেন তিনি। তবে মাত্র একটি বল খেলেই ব্যথায় নুইয়ে পড়েন রাহমত।
আফগানিস্তান দলের ফিজিও নির্মলন থানাবালাসিংগম দ্রুত মাঠে ছুটে আসেন, কারণ রহমত দাঁড়াতেই পারছিলেন না। পরে হুইলচেয়ারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়।
রাহমত যখন আবার ব্যাট করতে নামেন, দর্শকরা করতালিতে তাকে স্বাগত জানান। কিন্তু তার ইনিংস খুব অল্প সময়েই শেষ হয়ে যায়। বাংলাদেশি লেগ-স্পিনার রিশাদ হোসেনের এক গুগলি তার পেটে লাগে, আর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
সম্প্রতি রাহমত শাহ আফগানিস্তানের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৪,০০০ রান পূর্ণ করেছেন। সিরিজের প্রথম ম্যাচেও করেছিলেন গুরুত্বপূর্ণ এক অর্ধশতক।
বাংলাদেশ ও আফগানিস্তানের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর, আবুধাবিতে।