বিশ্বকাপের আশা বাঁচাল ইতালি

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ১২:১৮
শেয়ার :
বিশ্বকাপের আশা বাঁচাল ইতালি

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে ইতালি। তালিনে গ্রুপ ‘আই’-এর ম্যাচে তারা ৩–১ ব্যবধানে স্বাগতিক এস্তোনিয়াকে হারিয়েছে।

এই জয়ে নরওয়ের পেছনে থেকে ইতালি চাপ বজায় রেখেছে এবং এক ম্যাচ কম খেলে ইসরায়েলের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে গেছে।

মোইজ কিন তার দুর্দান্ত ফর্ম ধরে রেখে বাছাইপর্বে চতুর্থ গোলটি করেন, দলকে এগিয়ে দেন। এরপর মাতেও রেতেগুই লিড দ্বিগুণ করেন। বদলি হিসেবে নেমে ফ্রান্সেসকো পিও এসপোসিতো করেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল, যা ইতালির তৃতীয়।

শেষ দিকে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার ভুলে রাউনো সাপিনেন একটি সান্ত্বনাসূচক গোল করেন এস্তোনিয়ার হয়ে।

শুরু থেকেই ম্যাচে প্রভাব বিস্তার করে ইতালি। চতুর্থ মিনিটে রাসপাদোরির শট ঠেকান এস্তোনিয়ার গোলরক্ষক কার্ল হেইন, কিন্তু পরের মিনিটেই দারুণ এক একক প্রচেষ্টায় কিন গোল করেন।

রেতেগুই একটি পেনাল্টি মিস করলেও বিরতির আগেই দারুণ ফিনিশে দ্বিতীয় গোলটি করেন। ৭৪ মিনিটে স্পিনাজোলার পাস থেকে পিও এসপোসিতো তৃতীয় গোলটি যোগ করেন।

শেষ পর্যন্ত ৩–১ ব্যবধানে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে ইউরো চ্যাম্পিয়ন ইতালি।