স্পেনের তিনে তিন

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ১১:০৫
শেয়ার :
স্পেনের তিনে তিন

স্পেন তাদের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শতভাগ জয়ের ধারা অব্যাহত রেখেছে। শনিবার রাতে জর্জিয়ার বিপক্ষে সহজ এক জয় পেয়েছে তারা। ইয়েরেমি পিনো ও মিকেল ওয়ারজাবালের গোলে ২–০ ব্যবধানে জয় তুলে নেয় লা রোহা।

ইউরো ২০২৪ চ্যাম্পিয়নরা এই নিয়ে টানা তিন ম্যাচে জয় পেল, বিশ্বকাপের পথে যেন তাদের থামানোই যাচ্ছে না।

এদিন শুরু থেকেই স্পেন পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়, এবং অনেকে ভেবেছিলেন বড় ব্যবধানে জিতবে তারা। নিজেদের মাঠের সুবিধা কাজে লাগাতে শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে স্পেন। তবে ২৪ মিনিটে গিয়ে তারা গোলের দেখা পায়। পেদ্রির নিখুঁত পাসে জর্জিয়ার বক্সে ঢোকেন রবিন লে নরমঁ, সেখান থেকে তিনি বল পাস দেন ইয়েরেমি পিনোকে-সহজ ফিনিশে বল জালে পাঠান এই তরুণ উইঙ্গার, স্পেন পায় কাঙ্ক্ষিত লিড।

পাঁচ মিনিট পরই লুইস দে লা ফুয়েন্তের দল পেতে পারত দ্বিতীয় গোলটি। ফেরান তোরেস দৌড়ে উঠে যান লম্বা পাস ধরে, কিন্তু গোলরক্ষক জর্জি মামারদাশভিলি তাঁকে ফাউল করে বসেন-রেফারি পেনাল্টি দেন স্পেনকে। তবে নিজের ভুলের প্রায় সঙ্গে সঙ্গেই তা পুষিয়ে নেন মামারদাশভিলি, স্পট কিক থেকে ফেরান তোরেসের শট ঠেকিয়ে দেন।

গত মাসে তুরস্কের বিপক্ষে হ্যাটট্রিক করা মিকেল মেরিনোও বিরতির আগে লিড বাড়ানোর চেষ্টা করেন, কিন্তু দুবারই গোলরক্ষককে পরীক্ষা করতে ব্যর্থ হন। ফলে প্রথমার্ধ শেষ হয় ১–০ তে।

দ্বিতীয়ার্ধেও চিত্রটা প্রায় একই ছিল-ইউরো চ্যাম্পিয়নরা বারবার চেষ্টা করেও জর্জিয়ার গোলরক্ষক মামারদাশভিলির সামনে বাধা পেরোতে পারছিল না। পেদ্রো পোড়ো ও মিকেল ওয়ারজাবাল দুজনই অল্প সময়ের ব্যবধানে পোস্টে আঘাত করেন।

অবশেষে ম্যাচের মধ্যভাগে এসে গোলের দেখা পান ওয়ারজাবাল। নিখুঁত এক ফ্রি-কিক থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠান তিনি-এটাই ছিল তার মাঠে শেষ স্পর্শ। এরপর স্পেন সহজেই ম্যাচের বাকি সময়টা নিয়ন্ত্রণে রেখে ২–০ ব্যবধানের জয় নিশ্চিত করে।

শেষ মুহূর্তে ফেরান তোরেসের আরও একটি সুযোগ এসেছিল, কিন্তু সেদিন দুর্ভাগ্য যেন তার পিছু ছাড়েনি-মামারদাশভিলি আবারও তাকে গোল করতে দিলেন না।