মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়
লিওনেল মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টে দুর্দান্ত জয় পেয়েছে ইন্টার মায়ামি। গোল করেছেন জর্দি আলবা ও লুইস সুয়ারেজও। ফলে ইস্টার্ন কনফারেন্সের দুর্বল প্রতিপক্ষ আটলান্টা ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মায়ামি।
আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক বিরতিতে না খেলে ক্লাবের হয়ে মাঠে নামার সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, তা প্রমাণ করেছেন মেসি শুরু থেকেই। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানের দৌড়ে টিকে রইল মায়ামি।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখান মেসি-প্রথম ২০ মিনিটের মধ্যে দুবার আটলান্টার গোলরক্ষক জেডেন হিবার্টকে বাঁচাতে বাধ্য করেন তিনি। অবশেষে আসে প্রাপ্য গোলটি-দারুণ এক বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন, মায়ামিকে ১-০ গোলে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা।
বিরতির আগেই লুইস সুয়ারেজের সুযোগ ছিল ব্যবধান দ্বিগুণ করার। মেসির পাস থেকে দুবারই তিনি গোলের কাছাকাছি যান-একবার হেডটি বাইরে যায়, আরেকবার ভলিটি ক্রসবারের ওপর দিয়ে।
এরপর বাঁ দিক থেকে আসে ম্যাচের আসল মোড় ঘোরানো মুহূর্ত। পুরনো সতীর্থের দুর্দান্ত সমন্বয়ে গোল করেন জর্দি আলবা। মেসির নিখুঁত ৫০-গজ লম্বা পাস ধরে এগিয়ে গিয়ে আলবা চিপ করে গোলরক্ষককে পরাস্ত করেন-২-০।
এক ঘণ্টা পূর্ণ হওয়ার পর সুয়ারেজও গোলের দেখা পান-প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক ভলিতে জালের ভেতর বল পাঠিয়ে ৩-০ করেন উরুগুই ফরোয়ার্ড।
শেষ দিকে মেসি আবারও স্কোরশিটে নাম তোলেন, দলের হয়ে চতুর্থ গোলটি করে। সব মিলিয়ে এটি ছিল ইন্টার মায়ামির জন্য স্বস্তিদায়ক কিন্তু গুরুত্বপূর্ণ এক জয়-যা তাদের আত্মবিশ্বাস ফেরানোর জন্য একদম উপযুক্ত সময়েই এসেছে।