হলান্ডের হ্যাটট্রিকে উড়ে গেল ইসরায়েল

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ০৮:২৯
শেয়ার :
হলান্ডের হ্যাটট্রিকে উড়ে গেল ইসরায়েল

আর্লিং হলান্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে। শনিবার ঘরের মাঠে হ্যাটট্রিকের মাধ্যমে এই ফরোয়ার্ড নিজের আন্তর্জাতিক ফুটবলে ৫০ গোলের মাইলফলক উদযাপন করেছেন, আর নরওয়েকে পৌঁছে দিয়েছেন আগামী বছরের বিশ্বকাপে জায়গা করে নেওয়ার একদম দোরগোড়ায়।

গ্রুপ ‘আই’-এর ছয়টি ম্যাচের সবগুলোতেই এখন পর্যন্ত জয় পেয়েছে নরওয়ে, গোল ব্যবধান এখন প্লাস ২৬। বাকি রয়েছে দুই ম্যাচ-এস্তোনিয়া ও দ্বিতীয় স্থানে থাকা ইতালির বিপক্ষে। ইতালি যদিও দুই ম্যাচ কম খেলেছে, তবু তাদের সঙ্গে নরওয়ের ব্যবধান এখন নয় পয়েন্ট।

ম্যাচের শুরুতে দুবার পেনাল্টি নেওয়ার সুযোগ পেয়ে হলান্ড গোল করতে ব্যর্থ হন। তবে পরে ছন্দে ফিরে আসেন তিনি-প্রথমার্ধে একবার এবং বিরতির পর আরও দুটি গোল করে পূর্ণ করেন নিজের ৫০ গোলের মাইলফলক। শেষ পর্যন্ত ম্যাচ শেষ করেন ৪৬ আন্তর্জাতিক ম্যাচে ৫১ গোল নিয়ে-অবিশ্বাস্য এক রেকর্ড!

ইসরায়েল নিজেরাই আরও বিপদ ডেকে আনে প্রথমার্ধে দুটি আত্মঘাতী গোল করে-আনান খালাইলি ও ইদান নাখমিয়াসের সেই দুই ভুলে বড় ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে। নরওয়ে