ইব্রাহিমের ৫ রানের আক্ষেপ, ১৯০ রানে শেষ আফগানরা

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২৫, ২১:২৮
শেয়ার :
ইব্রাহিমের ৫ রানের আক্ষেপ, ১৯০ রানে শেষ আফগানরা

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতেই হেরে বসে বাংলাদেশ। আজ রবিবার চলমান দ্বিতীয় ওয়ানডে তাই পরিণত হয়েছে বাঁচা-মরার ম্যাচে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে হেরে প্রথমে বোলিং করে আফগানদের খুব একটা সুবিধা করতে দেয়নি মেহেদী হাসান মিরাজের দল। ৪৪.৫ ওভারে আটকে দিয়েছে ১৯০ রানেই। 

সেঞ্চুরির মাত্র ৫ রান দূরে থাকতে ইব্রাহিম জাদরানকে আউট করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি ছাড়া আফগানদের হয়ে কেউই ইনিংস বড় করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান এসেছে নয়ে নামা এএম গজনফরের ব্যাটে। 

আবুধাবিতে প্রথমে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লের মধ্যেই আফগানরা হারায় রাহমানুল্লাহ গুরবাজ ও সেদিকুল্লাহ আতালকে। প্রথম ১০ ওভারে ৪৩ রান করে দলটি। ৬৫ রানের মাথায় ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন ফর্মে থাকা রহমত শাহ। দলীয় ৭৯ রানের মধ্যে তারা হারায় হাশমতউল্লাহ শহিদি আর আজমাতুল্লাহ ওমারজাইকেও। তবে একপ্রান্তে অটল ছিলেন ইব্রাহিম। ৭০ বলে ফিফটি আদায় করেন এই ওপেনার। 

আফগানিস্তান তাদের দলীয় শতরান পূরণ করে ২৬তম ওভারের দ্বিতীয় বলে। মোহাম্মদ নবি সম্ভাবনা জাগিয়েও ৩০ বলে ২২ রান করে আউট হন। ২৪ বলে ১৩ রান করেন নাঙ্গোলিয়া খারোতে। রান পাননি রশিদ খানও। অপর পাশের ৮ জন ব্যাটারের পতন এক প্রান্ত থেকে দেখেছেন ইব্রাহিম। তবে দলীয় ১৮৮ রানের মাথায় হার মানেন তিনি। তখন সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে তিনি। 

১৪০ বলে মাত্র ৩টি চার ও ১ ছক্কায় ৯৫ রান করেন ইব্রাহিম। আফগানিস্তান ১৯০ রানের সংগ্রহ পায় মূলত শেষদিকে এএম গজনফরের দারুণ ব্যাটিংয়ে। ১৮ বলে ২টি চার ও ১ ছক্কায় ২২ রান করেন তিনি। শেষদিকে মাঠে নেমেছিলেন রহমত শাহ। তবে উইকেটে টিকতে পারেননি, ব্যথা নিয়েই ছেড়েছেন মাঠ। 

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১০ ওভারে ১ মেডেনসহ ৪২ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ৯ ওভার ৫ বলে ৩৭ রান খরচায় রিশাদের শিকার ২ উইকেট। পেসার তানজিম হাসান সাকিবও ২ উইকেট নিয়েছেন। তানভির ইসলাম কোটার ১০ ওভার পূরণ করে ১ উইকেট পেলেও রান দিয়েছেন মোটে ৩৫।