কিমিখের জোড়া গোলে জার্মানির দাপুটে জয়
অধিনায়ক জোশুয়া কিমিখের জোড়া গোলে জার্মানি ১০ জনের লুক্সেমবার্গকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। এ জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপে শীর্ষস্থান দখল করেছে দলটি। যেখানে ধীরগতির শুরুর পর এটি তাদের অভিযানে বড় এক স্বস্তির জয়।
গত মাসে স্লোভাকিয়ার বিপক্ষে পরাজয়ের পর জার্মান কোচ জুলিয়ান নাগেলসমানের ওপর চাপ বাড়তে শুরু করেছিল। দায়িত্ব নেওয়ার পর আগের ২৫ ম্যাচে তার জয় ছিল মাত্র ১৩টি। তবে ৯৬তম র্যাঙ্কধারী লুক্সেমবার্গের বিপক্ষে জার্মানির জয় নিয়ে কোনো সংশয়ই তৈরি হয়নি। ১৯৯১ সালের পর এটাই ছিল দুই দলের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ, যেখানে লুক্সেমবার্গ ৭০ মিনিট ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয়।
ডিফেন্ডার ডির্ক কার্লসন হাতে বল লাগিয়ে গোলরেখা রক্ষা করতে গিয়ে লাল কার্ড দেখেন। এর আগেই ১২ মিনিটে বাঁ দিক থেকে নেওয়া ফ্রি-কিকে বলকে দেয়ালে ঘুরিয়ে পোস্টের ভেতরে পাঠিয়ে জার্মানিকে এগিয়ে দেন ডেভিড রাউম। এরপর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন কিমিখ।
গ্রুপ ‘এ’-তে তৃতীয় স্থান থেকে ম্যাচ শুরু করা জার্মানি এরপর পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। নিউক্যাসল স্ট্রাইকার নিক ভোল্টেমাডে বাঁ পায়ের শটে পোস্টের বাইরে পাঠান, রাউমের ভলিও লাগে সাইড নেটিংয়ে। জনাথন তাহের হেড পোস্টের সামনে থেকে রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক অ্যান্থনি মরিস, আর কিমিখের আরেকটি শটও আটকে দেন তিনি।
দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই, মাত্র তিন মিনিট পরই স্কোরলাইন বাড়িয়ে নেয় জার্মানি। করিম আদেয়েমির পাস কাটতে গিয়ে এরিক ভেইগার পায়ে লেগে বল সৌভাগ্যক্রমে পৌঁছে যায় সের্গে গনাব্রির কাছে, যিনি কোণাকুনি শটে গোল করেন।
এরপর ৫০তম মিনিটে কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হয় লুক্সেমবার্গ, সুযোগ বুঝে তিন গজ দূর থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন কিমিখ।
লিভারপুলের মিডফিল্ডার ফ্লোরিয়ান ভার্টজ ফ্রি-কিকে পোস্টে লাগান, আর রিডলে বাকুর দারুণ এক ফ্লিকেও গোল মিস করেন অল্পের জন্য। পুরো ম্যাচে জার্মানি একতরফাভাবে আধিপত্য দেখিয়ে নেয় ২৯টি শট, যা স্পষ্ট করে তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়।