এমবাপ্পের অসাধারণ গোলে ফ্রান্সের বড় জয়
কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত এক একক প্রচেষ্টার গোলে আজারবাইজানকে ৩-০ ব্যবধানে সহজেই হারাল ফ্রান্স। এ জয়ে আগামী বছরের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল দলটি।
দলের বাকি দুটি গোল করেন আদ্রিয়েন রাবিও ও ফ্লোরিয়ান থাভিন। তবে ম্যাচের শেষ দিকে কিছুটা শঙ্কা তৈরি হয়, যখন এমবাপ্পে গোড়ালির চোটে আক্রান্ত হয়ে নিজেই বদলি নেওয়ার সংকেত দেন।
যদিও ম্যাচের শুরুতে প্রতিপক্ষের বিপক্ষে ফ্রান্স খুব একটা ছন্দে ছিল না। এর ওপর দলের ইনজুরি সংকটও ছিল বেশ বড়। আইসল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের একাদশে ছয়টি পরিবর্তন আনেন কোচ দিদিয়ের দেশম। লিভারপুল তারকা হুগো একিতিকে এই ম্যাচে প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে শুরুর একাদশে জায়গা পান।
চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এমবাপ্পে ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিলেন—খেলা শুরু হওয়ার মাত্র ১৭ সেকেন্ডের মাথায় বক্সের বাইরে থেকে তার শটটি গোলবারের ওপর দিয়ে চলে যায়। এরপর মালো গুস্তো ও দায়োত উপামেকানোও ভালো সুযোগ নষ্ট করেন।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এসে অবশেষে ফ্রান্স গোলের দেখা পায়। রিয়াল মাদ্রিদের এই তারকা দারুণ এক ড্রিবলিংয়ে আজারবাইজানের রক্ষণভাগকে কাটিয়ে যান, একিতিকে বলটিতে হালকা ছোঁয়া দেন এবং এমবাপ্পে জোরালো শটে বল পাঠান জালের কোণে।
দ্বিতীয়ার্ধে এমবাপ্পেই সাজান দ্বিতীয় গোলটি—তার নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন রাবিও। বদলি হিসেবে মাঠে নেমেই গোল পান থাভিন, যা ফ্রান্সের জয় নিশ্চিত করে এবং বিশ্বকাপ বাছাইয়ে তাদের শতভাগ জয়ের ধারাও অব্যাহত রাখে।
তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স। একই সময়ে শুরু আরেক ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ৫-৩ গোলে জয়ী ইউক্রেইন ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আইসল্যান্ড। ১ পয়েন্ট নিয়ে তলানিতে আজারবাইজান।