আইটিএফ টেনিসে ইতিহাস গড়লেন বাংলাদেশের জারিফ
জারিফ আবরার। ছবি: সংগৃহীত
আইটিএফ টেনিসে ইতিহাস গড়লেন বাংলাদেশের জারিফ আবরার। বালক এককের ফাইনালে শীর্ষ বাছাই থাইল্যান্ডের নাপাত পাত্তানালারথানকে পরাজিত করলেন বাংলাদেশের এই তারকা টেনিস খেলোয়াড়। এর আগে বাংলাদেশের কোনো খেলোয়াড় আইটিএফ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেনি।
আজ শুক্রবার সকাল ৮টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ অনুর্ধ্ব-১৮ টেনিস টুর্নামেন্টের বালক একক ও বালিকা এককের দুইটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ২নং কোর্টে বাংলাদেশের জারিফ আবরার সরাসরি ৭-৬(৩), ৬-৪ গেমে থাইল্যান্ডের পাত্তানালারথানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
বালিকা এককের ফাইনালটিও চরম উত্তোজনাপূর্ণ ছিল। সাড়ে ৩ ঘণ্টার এই ফাইনালে চীনের জিজি ইয়ান ৭-৫ গেমে প্রথম সেট জিতেন। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান মালদ্বীপের টপসিট-টু আরা আসাল আজিম। তিনি দ্বিতীয় সেট ৬-৩ গেমে জিতলে খেলাটি তৃতীয় সেটে গড়ায়। শেষ সেটে জিজি ইয়ান কোনো প্রতিরোধ গড়তে দেননি আসাল আজিমকে। জিজি ৬-৩ গেমে শেষ সেট জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহম্মেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আশরাফুজ্জামান খান।