এশিয়া কাপ ট্রফি ‘তালা দিয়ে রেখেছেন’ নকভি, তাকে ছাড়া খুলতে মানা

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ১৮:৩৮
শেয়ার :
এশিয়া কাপ ট্রফি ‘তালা দিয়ে রেখেছেন’ নকভি, তাকে ছাড়া খুলতে মানা

সবশেষ এশিয়া কাপ নিয়ে নাটক কম হয়নি। আগে থেকেই বৈরিতা ছিল পাকিস্তান ও ভারতের মধ্যে। পেহেলগাম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সেই উত্তেজনা আরও বেড়েছে। বড় প্রভাব পড়েছে ক্রিকেট মাঠে। তাই ট্রফি জিতেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নকভির কাছ থেকে পুরস্কার নেয়নি ভারত দল। 

ক্রিকেটের গুরুত্বপূর্ণ দুই দায়িত্বের পাশাপাশি নকভির বড় একটি পরিচয়, তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের বিরোধ যখন চরমে, তখন এমন রাজনৈতিক ব্যক্তির থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। 

গত ২৮ সেপ্টেম্বর নকভির কাছ থেকে ট্রফি না নেওয়ায় পরে আর ভারতের ট্রফিসহ উদযাপন করা হয়নি। অন্য কারো হাত থেকেও এশিয়া কাপের ট্রফি ভারতকে হস্তান্তরের বিপক্ষে ছিলেন এসিসি প্রধান নকভি। তখনই ভারতের এক সাবেক ক্রিকেটার বলেছেন, ট্রফি নিয়ে পালিয়ে গেছেন নকভি। এবার ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ দাবি করেছে, দুবাইতে এশিয়া কাপের ট্রফি তালাবদ্ধ করে রেখেছেন নকভি। তিনি না থাকলে সেটি না খোলারও নাকি নির্দেশ দিয়েছেন তিনি। 

প্রতিবেদন অনুযায়ী, দুবাইতে এসিসি হেডকোয়ার্টারে তালাবদ্ধ রুমে রেখে দেওয়া হয়েছে এশিয়া কাপ ট্রফি। এটি নিয়ে দেওয়া হয়েছে কঠোর নির্দেশনাও। 

পিটিআইয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘আজকের পাওয়া খবর অনুযায়ী, ট্রফিটি এখনো দুবাইয়ের এসিসি অফিসে রয়েছে। নকভির স্পষ্ট নির্দেশ, তার অনুমোদন এবং ব্যক্তিগত উপস্থিতি ছাড়া এটি কারও কাছে স্থানান্তর বা হস্তান্তর করা যাবে না।’

ওই সূত্র আরও জানায়, ‘নকভি স্পষ্ট নির্দেশ দিয়েছে, শুধুমাত্র তিনিই (যখনই এটা ঘটবে) ভারতীয় দল বা বিসিসিআইয়ের কাছে ব্যক্তিগতভাবে ট্রফিটি হস্তান্তর করবেন।’