ইসরায়েলের কারাগার থেকে মুক্ত শহিদুল আলম, নেওয়া হচ্ছে তুরস্কে
বাংলাদেশের নামকরা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমসহ বেশ কয়েকজনকে নিয়ে ইসরায়েল থেকে তুরস্কের উদ্দেশে একটি উড়োজাহাজ যাত্রা শুরু করেছে। তুরস্ক সূত্রে জানা গেছে, তাদের বহনকারী টিকে-৬৯২১ ফ্লাইটটিটি স্থানীয় সময় আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ইস্তানবুলে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং জানায়, ইসরায়েলের কারাগার থেকে শহিদুল আলমকে মুক্ত করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আরও পড়ুন:
‘হামাসকে ধ্বংস করা যাবে না’
এর আগে প্রেস উইং থেকে জানানো হয়, শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। আজই তাকে বিশেষ বিমান যোগে আঙ্কারায় নিয়ে আসার সমূহ সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেছে তুরস্কের কর্তৃপক্ষ।
আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতরাতে এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
শহিদুল আলম ইসরাইলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধ ভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাকে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। দূতাবাসগুলো শহিদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানানো হয়।