আরও একটি সেঞ্চুরিতে কোহলি-গাভাস্কারকে পেছনে ফেললেন জয়সোয়াল
ব্যাটে রানের বন্যা বইয়েই চলেছেন ভারতের তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়াল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন এই ওপেনার। ক্যারিয়ারে এটি তার সপ্তম সেঞ্চুরি। মাত্র ২৩ বছর বয়সেই এই কীর্তি গড়লেন জয়সোয়াল।
প্রায় সব ধরনের পরিস্থিতিতে সেঞ্চুরি আদায় করেছেন জয়সোয়াল। দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে ৭টি টেস্ট সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন তিসি। পেছনে ফেলেছেন বিরাট কোহলি এবং সুনীল গাভাস্করের মতো গ্রেটদের।
তাছাড়া এই বয়সে সেঞ্চুরি করে কিংবদন্তি কিছু ক্রিকেটারদের পাশেও বসলেন জয়সোয়াল। ২৪ পূর্ণ করার আগে সেঞ্চুরির দিক দিয়ে তার সামনে আছেন কেবল স্যার ডন ব্র্যাডমান (১২), শচীন টেন্ডুলকার (১১) ও স্যার গ্যারফিল্ড সোবার্স (৯)। ২৪ বছরের মধ্যে সেঞ্চুরি আছে জাভেদ মিয়াদাঁদ, গ্রায়েম স্মিথ, স্যার অ্যালিস্টার কুক এবং কেন উইলিয়ামসনেরও।
ওপেনিংয়ে এই মুহূর্তে ভারতের এক নম্বর ব্যাটার জয়সোয়াল। সেঞ্চুরি সংখ্যার দিকে তাকালেই সেটি স্পষ্ট হয়। তার অভিষেকের পর থেকে ভারতের অন্য সব ওপেনারদের মিলিত সেঞ্চুরি সংখ্যা মাত্র ৬টি।